বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

দেড় দশক পর বাংলাদেশ থাইল্যান্ড বৈঠক কাল

আজ আসছেন থাই পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

দেড় দশক পর বাংলাদেশ ও থাইল্যান্ড যৌথ কমিশনের বৈঠক কাল ঢাকায় বসতে যাচ্ছে। এ উপলক্ষে আজ মধ্যরাতে ঢাকা এসে পৌঁছাবেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামোদউইনেই। দীর্ঘদিন পর হতে যাওয়া এ বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা করছে ঢাকা ও ব্যাংকক। এ বৈঠকে বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্টধারীদের থাইল্যান্ডে ভিসামুক্ত প্রবেশাধিকারবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। কূটনৈতিক সূত্রের খবর, আগামীকাল ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে থাইল্যান্ডের ১৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামোদউইনেই। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সেখানে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধি নিয়ে গঠিত প্রতিনিধি দল অংশ নেবেন। এর আগে সর্বশেষ ১৯৯৮ সালে বাংলাদেশ ও থাইল্যান্ডের যৌথ কমিশনের বৈঠক হয়েছিল। থাইল্যান্ডে বাংলাদেশের জনগণের যথেষ্ট পরিমাণ যাতায়াত থাকলেও এত দিন এ বৈঠক আয়োজন সম্ভব হয়নি। এবার সপ্তমবারের মতো এ বৈঠক আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেছেন থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম। বৈঠক উপলক্ষে গত রবিবার থাই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। সে সময় থাই পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন তিনি।

সর্বশেষ খবর