বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

তাকে নিয়ে পুলিশ কাজ করছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

তাকে নিয়ে পুলিশ কাজ করছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফরহাদ মজহার ‘নিখোঁজ’ নিয়ে পুলিশ তদন্ত করছে। পুলিশের তদন্তের আগে এ বিষয়ে হুট করে কোনো মন্তব্য করা ঠিক হবে না। আমরা বিএনপির মতো অন্ধকারে ঢিল ছুড়ব না। গতকাল মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা নদীতে নির্মাণাধীন দ্বিতীয় মেঘনা সেতুর কাজের অগ্রগতি দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, হলি আর্টিজান হামলার কারণে মেট্রোরেলের কাজে ৬ মাস পিছিয়ে গেছি। কারণ এরপর থেকে বিদেশিরা আতঙ্কে ছিল। আমরা তাদের সবরকম নিরাপত্তার ব্যবস্থা করেছি। এখন তারা নিরাপত্তাজনিত সমস্যায় ভুগছেন না। আগের মতো পুরোদমে কাজ করছেন। প্রসঙ্গত গত বছরের ১ জুলাই রাতে একদল জঙ্গি গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে ঢুকে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত?্যা করে। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে হাই কোর্টের রায় আপিল বিভাগে বহাল রাখার বিষয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের কপি, ৮ জুলাই দলের ওয়ার্কিং কমিটির সভা ও পরদিন ৯ জুলাই সংসদে এ বিষয়ে আলোচনার পর এ বিষয়ে মন্তব্য করতে হবে। এসময় তিনি আশ্বস্ত করেন যে, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর কাজ শেষ হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন সেতুর প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম, সড়ক ও জনপথ এবং সেতু বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর