বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

‘ডক্টর অব লজ’ পেলেন ইউকিয়া

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

‘ডক্টর অব লজ’ পেলেন ইউকিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে গতকাল আন্তর্জাতিক আণবিক সংস্থার (আইএইএ) মহাপরিচালক ইউকিয়া আমানোকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করা হয়। বিশ্বে পরমাণু অস্ত্র বিস্তার রোধ ও পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে উল্লেখযোগ্য ভূমিকা পালনের স্বীকৃতি স্বরূপ তাকে এই ডিগ্রি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশেষ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়টির আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইউকিয়া আমানোকে এই ডিগ্রি প্রদান করেন। সমাবর্তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়টির আচার্য হিসেবে সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন প্রকল্প এগিয়ে চলছে। তিনি বলেন, জ্বালানির ব্যাপক চাহিদা পূরণের জন্য তেল-গ্যাসসহ জ্বালানি উৎস ক্রমে সীমিত হয়ে আসছে। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার জ্বালানির বর্ধিত চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ বর্ধিত বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে পরমাণু শক্তিকে কাজে লাগাতে ইতিমধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের সফল বাস্তবায়নে এবং পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সহযোগিতা একান্ত অপরিহার্য। তিনি আরও বলেন, ২০১১ সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনাকে কেন্দ্র করে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পারমাণবিক কর্মসূচি এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পরমাণু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য কী ধরনের ভৌগোলিক অবস্থান হওয়া উচিত, মানুষ ও পরিবেশের নিরাপত্তা, পরমাণু দুর্ঘটনা মোকাবিলা, তেজস্ক্রিয়তা, পারমাণবিক বর্জ্য-ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে মানুষের মনে নানা কৌতূহল ও জিজ্ঞাসার জন্ম দিয়েছে। মানুষের মধ্যে ইতিবাচক ধারণা তৈরিতে এবং নেতিবাচক ধারণা দূর করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। সমাবর্তনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আখতারুজ্জামানসহ বিভিন্ন অনুষদের ডিনরা। বিশেষ সমাবর্তনের ডিগ্রি গ্রহণকারী ইউকিয়া আমানো তার ‘শান্তি ও উন্নয়নে পারমাণবিক শক্তি’ শীর্ষক বক্তব্যে বলেন, উন্নয়নশীল দেশগুলোতে আইএইএ-এর কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। এসব দেশের ক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা পূরণে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে অগ্রাধিকার দেওয়া হয়। পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে এসব দেশ তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর