শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা
‘আমার অনুপস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ রাখুন’

কাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

লন্ডন সফরের এক দিন আগে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল রাত সোয়া ৯টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বড় অংশই ছিল খালেদা জিয়ার অনুপস্থিতিতে দল পরিচালনায় নেতাদের ভূমিকার প্রসঙ্গ। এ সময় দলের শীর্ষস্থানীয় নেতাদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘আমার অনুপস্থিতিতে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। দলকে ঐক্যবদ্ধ রাখবেন। কোনো বিষয় নিয়ে যেন বিভেদ সৃষ্টি না হয়। কোনোভাবেই ঐক্য বিনষ্টকারীদের ছাড় দেওয়া হবে না।’ একই সঙ্গে দলের সদস্য সংগ্রহ অভিযানে খেয়াল রাখতেও শীর্ষস্থানীয় নেতাদের প্রতি অনুরোধ জানান বিএনপি-প্রধান। নেতা, কর্মী, সমর্থকসহ শুভানুধ্যায়ীদের সবাই যেন বিএনপির সদস্য হয় সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে দায়িত্বপ্রাপ্ত নেতাদের প্রতি অনুরোধ করেন তিনি। বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতার সঙ্গে আলাপকালে এ তথ্য জানা যায়। এদিকে আগামীকাল লন্ডন সফরে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। সন্ধ্যা ৭টায় অ্যামিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। লন্ডনে অবস্থানকালে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা-সাক্ষাৎ ছাড়াও নিজের চোখ ও পায়ের চিকিৎসা নেবেন বিএনপি-প্রধান। খালেদা জিয়ার এ সফর কিছুটা দীর্ঘ হতে পারে। সে ক্ষেত্রে ঈদুল আজহার পরও দেশে ফিরতে পারেন তিনি। সর্বশেষ ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যান। ওই সময় লন্ডনে চিকিৎসার জন্য দীর্ঘদিন অবস্থানরত বড় ছেলে তারেক রহমানসহ তার পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করে ২১ নভেম্বর দেশে ফিরে আসেন তিনি। বিএনপি-প্রধান খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ  হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। স্থায়ী কমিটির বৈঠক চলাকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন অ্যামিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সেখানে তিনি চোখ ও পায়ের চিকিৎসা করাবেন।’ কবে নাগাদ বেগম জিয়া দেশে ফিরবেন—এমন প্রশ্নে মহাসচিব বলেন, ‘এটা নির্ভর করছে তার চিকিৎসার ওপর।’ মির্জা ফখরুল জানান, স্থায়ী কমিটির বৈঠকে উত্তরাঞ্চলসহ  দেশের নয়টি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, রাজধানীসহ বিভিন্ন স্থানে চিকনগুনিয়া জ্বর মহামারি আকার ধারণ, চালসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপি মহাসচিব উপদ্রুত এলাকায় ত্রাণের অপ্রতুলতার কথা তুলে ধরে অবিলম্বে সেখানে দুর্গতদের পর্যাপ্ত ত্রাণ প্রেরণের দাবি জানান। তিনি বলেন, ‘সারা দেশে মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের সরকার গ্রেফতার করছে। হয়রানি ও নির্যাতন চালাচ্ছে।’ সরকার ‘নির্বাচনের হাওয়া’ তুলে এককভাবে ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল জানান, বৈঠকে দলের সদস্য সংগ্রহ অভিযান সুষ্ঠুভাবে পরিচালনা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পরবর্তী শুনানি ২০ জুলাই : খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানির জন্য ২০ জুলাই দিন ধার্য করেছেন আদালত। গতকাল বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের জজ ড. আখতারুজ্জামান এই তারিখ ধার্য করেন।

সর্বশেষ খবর