শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ভুটানের রাজার সঙ্গে এরশাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

ভুটানের রাজার সঙ্গে এরশাদের বৈঠক

ভুটান সফররত জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গত দুই দিনে দেশটির বর্তমান পঞ্চম রাজা ওয়াংচুক, চতুর্থ রাজা জিগমে সিংগামে ওয়াংচু এবং প্রধানমন্ত্রী তেসেরিং তোবগের সঙ্গে বৈঠক করেছেন। তিনি গতকাল দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন র‌্যাবেনে চতুর্থ রাজা জিগমে সিংগামে ওয়াংচুর সঙ্গে বৈঠক করেন। পরে রাজা সিংগাম বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। এ সময় রাজার দুই স্ত্রী ও ছেলে-মেয়েরা উপস্থিত ছিলেন। জিগমে সিংগাম এরশাদকে ভুটানের বড় বন্ধু হিসেবে অভিহিত করেন। এর আগের দিন বুধবার সকালে এরশাদ পার্লামেন্ট ভবনে নেপালের প্রধানমন্ত্রী তেসেরিং তোবগের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে ভুটানের প্রধানমন্ত্রী এরশাদসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে পার্লামেন্ট ভবন পরিদর্শন করেন। এরপর দুপুরে এরশাদ বর্তমান পঞ্চম রাজা জিগমে খেসার ন্যামগিল ওয়াংচুক রাষ্ট্রীয় অতিথি ভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন। রাতে রাষ্ট্রীয় অতিথি ভবনে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়োনপো দামঘো দর্জি এরশাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। সেখানে ভুটানের মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। আগের দিন মঙ্গলবার বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী এরশাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। ভোজসভায় ভুটানের সেনাপ্রধান, প্রধান বিচারপতি, পুলিশ প্রধানসহ সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান এবং মেজর (অব.) খালেদ আখতার।

সর্বশেষ খবর