শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রব-মান্নাদের নেতৃত্বে বিকল্প শক্তির উদ্যোগ

পুলিশি বাধার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ বেশ কয়েকটি দল মিলে প্রধান দুই জোটের বিপরীতে বিকল্প শক্তি তৈরি করতে চায়। গতকাল এ নিয়ে আ স ম আবদুর রবের উত্তরার বাসার নিচতলায় কয়েকটি দলের প্রায় তিন ঘণ্টা  বৈঠক হয়। রব ও মান্না ছাড়াও এতে অন্য দলের শীর্ষ নেতাদের মধ্যে অংশ নেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, তার ছেলে মাহী বি চৌধুরী, বাসদের খালেকুজ্জামান, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণফোরামের সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের নেতা এস এম আকরাম প্রমুখ। বৈঠকের শুরুতেই উত্তরা থানার পুলিশ এসে জানায়, এখানে কোনো বৈঠক করা যাবে না। এ সময় বৈঠকে যোগ দিতে আসা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তার দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতীক অনেকটা ক্ষুব্ধ হয়েই চলে যান। এ সময় বঙ্গবীরের কণ্ঠে শোনা যায়, ‘এইভাবে বাসায় ঢুকে পুলিশ বাধা দেবে, সেখানে আমি থাকব না।’ এই বলে বেরিয়ে যান বঙ্গবীর কাদের সিদ্দিকী। জানা যায়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ও বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের বাইরে বিকল্প একটি জোট গঠন নিয়ে বৈঠকে প্রাথমিক কথাবার্তা হয়। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় কী হতে পারে তা নিয়েও খোলামেলা কথা বলেন দলগুলোর শীর্ষ নেতারা। বৈঠক শেষে আ স ম আবদুর রব সাংবাদিকদের বলেন, ‘কয়েকজন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিকে বাসায় চায়ের আমন্ত্রণ জানিয়েছিলাম। সেখানেও পুলিশ বাধা দিচ্ছে। কোন দেশে আমরা বাস করছি!’

মাহমুদুর রহমান মান্না বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সবাই কথা বলেছেন। অংশ নেওয়া দলের নেতারা নিজ দলের অবস্থান তুলে ধরেছেন। মতবিনিময় হয়েছে। আমরা কিছু একটা করব এমনটাই আলোচনা হয়েছে। শিগগিরই কিছু একটা করব। তবে দুই জোটের বাইরেই কিছু করার চিন্তাভাবনা করা হচ্ছে। আমরা আবারও শিগগিরই বসব।’

সর্বশেষ খবর