শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

এসডিজি বাস্তবায়নের ক্ষেত্র সুগম হয়েছে

প্রতিদিন ডেস্ক

এসডিজি বাস্তবায়নের ক্ষেত্র সুগম হয়েছে

বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্য তথা এসডিজি বাস্তবায়িত হওয়ার ক্ষেত্র সুগম হয়েছে। খবর : এনআরবি নিউজের। গত বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ‘এসডিজির অগ্রগতি সম্পর্কিত জাতিসংঘের হাই লেভেল পলিটিক্যাল ফোরাম’-এ বাংলাদেশের ভূমিকার কথা তুলে ধরা হয়। এ সময় পরিকল্পনামন্ত্রী উল্লেখ করেন, এমডিজির সাফল্যের সিঁড়ি বেয়েই বাংলাদেশ এসডিজিতে অগ্রগতির পথে ধাবিত হচ্ছে। এমডিজি বাস্তবায়নে বাংলাদেশের অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শুরু থেকেই বাংলাদেশ সরকার এসডিজি বাস্তবায়নে সুনির্দিষ্টভাবে লক্ষ্য স্থির করে কাজ শুরু করেছে। এ সময় প্রধানমন্ত্রীর এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়কারী আবুল কালাম আজাদ বলেন, ‘১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আহ্বান বিশ্বনেতাদের প্রতি রেখেছিলেন, ৪১ বছর পর অর্থাৎ ২০১৫ সালে প্রণীত এসডিজি হচ্ছে সেই ভাষণের পরিপূরক। আমি বিশ্বাস করি যেভাবে দেশ এমডিজি অর্জন করেছে, ঠিক একইভাবে বাংলাদেশ এসডিজি অর্জনের সক্ষমতাও দেখাবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয় যে, এই ফোরামের ভিএনআর ও জেনারেল ডিবেটের পাশাপাশি বাংলাদেশ ছিল ৮টি সাইড ইভেন্টের আয়োজক। সাইড ইভেন্টে সহ-আয়োজক ছিল জার্মানি, নরওয়ে, ডেনমার্ক, ভিয়েতনাম, ইউরোপিয়ান ইউনিয়ন, ইথিওপিয়া, ঘানা, এস্তোনিয়া, কাজাখিস্তান, কানাডা, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, নেপালসহ ইউএনডিপি, ইউএনডিইএসএ, ইউএনওএইচআরএলএলএস ও জিপিইডিসি। বাংলাদেশ প্রতিনিধি দল এইচএলপিএফের আরও ১৫টি সাইড ইভেন্টে অংশগ্রহণ করে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশন ১০ দিনব্যাপী এইচএলপিএফের অধিবেশনের সার্বিক সমন্বয় করে। বাংলাদেশ প্রতিনিধি দলে অন্যদের সঙ্গে আরও অংশ নেন পরিকল্পনা কমিশনের জেনারেল ইকোনমিকস ডিভিশনের সদস্য ড. শামসুল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিআইইউ-এর মহাপরিচালক আবদুল হালিম।

সর্বশেষ খবর