রবিবার, ২৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

কারা দখল করে কেন করে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে কাগজপত্রে ৪৩টি খালের কথা উল্লেখ থাকলেও দখল-দূষণে বেশির ভাগ খালই হারিয়ে গেছে। এসব খাল দখল করেছেন ১০ হাজার ৫১৫ জন। তারা খালের শতকরা ৬০-৮০ ভাগ জমি দখল করেছেন। এ ছাড়াও দখলবাজের তালিকায় রয়েছে সরকারের কিছু প্রতিষ্ঠানও। হাজারীবাগ খালের সবটুকুই চলে গেছে ব্যক্তি মালিকানায়। ২০১৩ সালের অক্টোবরে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেজাউল করিমের (আইন) নেতৃত্বে গঠিত খাল দখল সম্পর্কিত ছয় সদস্যের কমিটির এক রিপোর্টে দখলদারদের চিহ্নিত করে সরকারের কাছে রিপোর্ট জমা দেওয়া হয়। রিপোর্টে বলা হয়, খালের ওপর যেখানে সেখানে পানি সরবরাহের নামে বক্স-কালভার্ট, কালভার্ট ও রাস্তা নির্মাণ করায় বেশির ভাগ খাল দ্রুত দখল হয়েছে— যা দখলকারীদের জন্য পোয়াবারো হয়েছে। রিপোর্টে প্রতিটি খালের দখলদারদের তালিকা দিয়ে বলা হয়, রাজধানীর খালগুলো ১০ হাজার ৫১৫ জন ব্যক্তি ও কিছু প্রতিষ্ঠান দখল করেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর