রবিবার, ২৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রক্ষা হয় না যে কারণে

নিজস্ব প্রতিবেদক

বার বার উচ্ছেদ অভিযান চালিয়েও রাজধানীর খালগুলো রক্ষা করা যাচ্ছে না। স্থায়ীভাবে দখলমুক্ত রাখার কোনো উদ্যোগও নেওয়া হয় না। ফলে উচ্ছেদ অভিযান শেষ হতে না হতেই সেসব জায়গা আবার দখল হয়ে যায়। দখলবাজদের থাবার শিকার গুলশান লেকের বনানী ও বারিধারা অংশে ওয়াকওয়ে তৈরির কারণে এখনো দখলমুক্ত আছে। অভিন্ন চিত্র দেখা যায় ধানমন্ডি লেকেও। পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের খান জানান, রাজধানীর হৃৎপিণ্ড হিসেবে বিবেচিত লেকগুলো বাঁচাতে পরিকল্পিত ব্যবস্থাপনা সবচেয়ে জরুরি। তিনি বলেন, লেক-খালে অবৈধ দখলদার বিরোধী উচ্ছেদ অভিযান চালিয়েই দায়িত্ব শেষ করা উচিত নয়। সেগুলোকে পুনরায় দখল-দূষণের ঝুঁকি থেকে রক্ষা করতে ওয়াকওয়ে, ড্রাইভওয়ে নির্মাণ ও গ্রিনবেল্ট গড়ে তুলতে হবে। তা করা হয় না বলে উচ্ছেদ কোনো কাজে লাগে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর