সোমবার, ২৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বান্দরবানে পাহাড় ধসে তরুণী নিহত নিখোঁজ ৫

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান-রুমা সড়কের দৌলিয়ানপাড়া এলাকায় পাহাড়ধসে এক তরুণী (১৯) নিহত হয়েছেন। এ সময় ধ্বংসস্তূপ থেকে আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপে নিখোঁজ রয়েছেন আরও অন্তত পাঁচজন। গতকাল সকাল পৌনে ১০টার দিকে পাদদেশ দিয়ে যাওয়ার সময় পাহাড় ধসে পড়লে এ ঘটনা ঘটে। নিহত তরুণীর পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত থেকে ভারী বর্ষণে রুমা সড়কের দৌলিয়ানপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল সকাল পৌনে ১০টার দিকে বান্দরবান শহর থেকে রুমা উপজেলার উদ্দেশে যাওয়া একটি যাত্রীবাহী বাস দৌলিয়ানপাড়া এলাকায় পৌঁছায়। এ সময় বাসের যাত্রীরা পাহাড় ধসে বন্ধ হওয়া সড়কটি হেঁটে পার হওয়ার সময় তাদের ওপর পাহাড় ধসে পড়ে। এতে ১১ জন যাত্রী মাটির নিচে চাপা পড়েন এবং পাশের গভীর খাদে পড়ে যান। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বেলা ৩টার পর্যন্ত চেষ্টা চালিয়ে কয়েকজনকে উদ্ধার করে। এ সময় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। তাত্ক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ সময় আরও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের ধারণা, এখনো মাটির নিচে এবং গভীর খাদে অন্তত পাঁচজন নিখোঁজ রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল। ভারি বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হয়। এদিকে ঘটনার খবর জানতে পেরে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, ব্রিগেড কমান্ডার, জেলা প্রশাসক, পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।

সর্বশেষ খবর