সোমবার, ২৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা
ভারত থেকে ফিরে এরশাদ

বিদেশি বন্ধুরা চায় জাপা ক্ষমতায় আসুক

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষ সরকারের পরিবর্তন চায়। জাতীয় পার্টিকে আগামীতে ক্ষমতায় দেখতে চায়। তিনি বলেন, দেশের মানুষের পাশাপাশি বিদেশি বন্ধুরাও বাংলাদেশে জাতীয় পার্টির সরকার দেখতে চায়। পাঁচ দিনের ভারত সফর শেষে গতকাল বিকালে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে দলীয় নেতা-কর্মীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি। এদিকে জাতীয় পার্টির নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতির কারণে বনানী থেকে উত্তরাগামী সড়কটি বেলা ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত যানবাহন চলাচল প্রায় বন্ধ থাকে। রাস্তার একপাশ দিয়ে সীমিত আকারে চলে যানবাহন। এ কারণে ওই সড়কে দেখা দেয় দীর্ঘ যানজট। সংবর্ধনা উপলক্ষে বিকাল ৩টার পর থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয় পার্টির বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিমানবন্দর সড়কে অবস্থান নিতে থাকেন। এ ছাড়া ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও নেতা-কর্মীরা মিছিল নিয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। বিকাল ৪টার দিকে ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলার নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলী থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে ও শেখ মাসুক রহমানের নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মীর একটি বিশাল মিছিল বিমানবন্দর সড়কে পৌঁছলে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। এ ছাড়া ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টুর সমর্থনেও বিশাল মিছিল নিয়ে আসে তার নির্বাচনী এলাকার নেতা-কর্মীরা। এ ছাড়া ঢাকা-৫ আসন থেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে সেচ্ছাসেবক পার্টি, আলমগীর শিকদার লোটনের নেতৃত্বে যুবসংহতি, এ কে এম আসরাফুজ্জামান খানের নেতৃত্বে শ্রমিক পার্টি, অনন্যা হোসেন মৌসুমীর নেতৃত্বে মহিলা পার্টি, সৈয়দ ইফতেখার আহসান হাসানের নেতৃত্বে ছাত্রসমাজ নেতা-কর্মীরা গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

এ ছাড়াও সেকেন্দার আলী মনির নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের অন্যতম শরিক দল বিএনএ গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়। এরশাদ বলেন, জাতীয় পার্টি বাংলাদেশে একমাত্র উদার গণতান্ত্রিক দল। বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। আবার আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে কথা বলে। তাই দেশবাসী দুটি দলের কোনোটিকেই আর ক্ষমতায় দেখতে চায় না। উপস্থিত হাজারো নেতা-কর্মীর উদ্দেশে তিনি বলেন, আজকের এই জনসমুদ্র প্রমাণ করে জাতীয় পার্টি ক্ষমতার জন্য প্রস্তুত। জাতীয় পার্টি বর্তমানে অনেক শক্তিশালী দল। পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, আমাদের সফর সফল হয়েছে। তিনি বলেন, দিল্লিতে আমাদের সঙ্গে অনেকেরই কথা হয়েছে। তারা বলেছেন, বাংলাদেশে জাতীয় পার্টি দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি। সভাপতির বক্তব্যে সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, দিল্লি সফরকে আগামী জাতীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ মনে করেই এ সংবর্ধনা দেওয়া হয়েছে। আমাদের নির্বাচনে ভারতের একটি ভূমিকা থাকে বলে দেশের সাধারণ মানুষের বিশ্বাস। পার্টির যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়া ও গোলাম মোহাম্মদ রাজুর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাহিদুর রহমান টেপা, সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সুনীল শুভ রায়, নাসরিন জাহান রত্না, মেজর অব. খালেদ আক্তার, বেলাল হোসেন, ইকবাল হোসেন রাজু, আরিফ খান, জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেল, বাহাউদ্দিন বাবুল, ইসহাক ভূইয়া, অ্যাডভোকেট সেরনিয়াবাত সেকেন্দার আলীসহ দলের নেতা-কর্মীরা।

 

সর্বশেষ খবর