শিরোনাম
শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

স্বাধীন পাবলিক প্রসিকিউশন গঠনের নীতিগত সিদ্ধান্ত

শেষ হলো ডিসি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

শেষ হয়েছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। এবারের সম্মেলনে ডিসিরা নিজ নিজ জেলার বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের সামনে তুলে ধরেছেন। ডিসিদের বক্তব্য শুনে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা তাদের দিকনির্দেশনা দিয়েছেন। কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে মন্ত্রীদের জানাতেও বলেছেন। এক্ষেত্রে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন মন্ত্রীদের কেউ কেউ। তবে সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ২৩টি নির্দেশনা ডিসিদের দিয়েছেন তার বাইরে তেমন কোনো আলোচনা হয়নি এবারের সম্মেলনে। সম্মেলনের শেষ দিনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ডিসিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক ডিসিদের বলেছেন, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার জন্য পাবলিক প্রসিকিউশন সার্ভিসকে পর্যায়ক্রমে স্বাধীন করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসকরা (ডিসি) চাওয়ামাত্র পুলিশ পাবেন। গতকাল সম্মেলনের শেষ দিনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র, ভূমি, নৌ পরিবহন, সমাজকল্যাণ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগসহ ১০ মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী-সচিবরা ডিসিদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য দেন। দুপুরে আইন মন্ত্রণালয় সম্পর্কিত কার্য অধিবেশন শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্বাধীন প্রসিকিউশন সার্ভিস গঠনের বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে তা একবারে করা হবে না। আমরা পর্যায়ক্রমে ইনডিপেনডেন্ট প্রসিকিউশন সার্ভিসটা করব। তার জন্য যে রিক্রুটমেন্টের দায়িত্ব, সেটা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনকে দেওয়া যায় কিনা সে বিষয়ে চিন্তাভাবনা হচ্ছে। আইনমন্ত্রী বলেন, জেনারেল প্রসিকিউটর (জিপি), সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও সহকারী জেনারেল প্রসিকিউটরের (এজিপি) বেতন-ভাতা বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। মোবাইল কোর্ট নিয়ে ডিসিরা কথা বলেছেন জানিয়ে আইনমন্ত্রী বলেন, মোবাইল কোর্টের ব্যাপারটিও উঠে এসেছে। আমি মোবাইল কোর্ট সম্বন্ধে বলেছি, এটা এখন আপিল বিভাগে আছে। সে জন্য সুবিস্তারে আলোচনা করাটা সাবজুডিস হয়ে যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কার্য অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় জেলা প্রশাসনে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালনের জন্য ১০ জনের টিম গঠনের প্রস্তাব দিয়েছেন ডিসিরা। আমি তাদের বলেছি, আমাদের পুলিশ লাইনে সব সময় পুলিশ থাকে, আইজি (পুলিশের মহাপরিদর্শক) সাহেবও বলে আসছেন। ভ্রাম্যমাণ আদালতের জন্য ডিসিরা চাওয়ামাত্র পুলিশ পাবেন। তিনি বলেন, শুধু পুলিশ নয়, আনসারেরও টিম ওখানে থাকবে। পুলিশ, আনসার— যখন যাকে চাইবে জেলা প্রশাসক কিংবা তার প্রতিনিধি তাকে পাবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসিরা ফাঁড়ি, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, শিল্পপুলিশ এগুলো আরও বৃদ্ধি, ফায়ার সার্ভিসের আরও কয়েকটি স্টেশন নতুন করে দেওয়া ও সক্ষমতা বৃদ্ধির কথা বলেছেন। জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা নিয়ে ডিসিদের কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে  আসাদুজ্জামান কামাল বলেন, ডিসিরা কোনো প্রশ্ন তোলেননি। আমরা বলেছি, বাংলাদেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আমাদের নিরাপত্তা বাহিনী ভালো কাজ করছে, আমাদের গোয়েন্দারা ভালো কাজ করছে। আমরা তাদের বলেছি সবাই মিলে কাজ করবেন। সকালে প্রথম কার্য অধিবেশনে ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত আলোচনা শেষে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সাংবাদিকদের বলেন, সরকারি ভূমি অফিসের ঘুষ-দুর্নীতি বন্ধে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দিয়েছি। যারা ঘুষ নেয় তারা তো অন্যায় করেই, যারা ঘুষ দেয় তারাও অন্যায় করে। ভূমিমন্ত্রী বলেন, দুর্নীতি বন্ধে ডিসিদের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। একেবারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাইবার ঝুঁকি এড়াতে জেলা প্রশাসকদের সরকারি ই-মেইল ব্যবহারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ যোগাযোগ মাধ্যম এড়ানোর নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, স্কুল-কলেজগুলোতে সাইবার নিরাপত্তায় সচেতনতা তৈরিতে প্রচারণা বা সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করতে জেলা প্রশাসকদের বলা হয়েছে।

সর্বশেষ খবর