রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আমার চেয়ারেও বৃষ্টির পানি পড়ে

------ প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

আমার চেয়ারেও বৃষ্টির পানি পড়ে

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সুপ্রিম কোর্টের মূল ভবন ভঙ্গুর অবস্থায় রয়েছে। আমি যে  চেয়ারে বসি সেখানে বৃষ্টির পানি পড়ে। এখন ২০তলা নতুন ভবনটি না করা হলে আমাদের মাঠে বসেই বিচারকাজ পরিচালনা করতে হবে। তিনি বলেন, নতুন ভবনের প্রস্তাবটি অনেকদিন ধরে একনেকেই ঘোরাঘুরি করছে। বর্তমান মূল ভবন আর ৫-৬ বছরের বেশি টিকবে না। এটি ধসে  গেলে মনে হয় আমাদের মাঠে বসেই বিচারকাজ পরিচালনা করতে হবে। বিচার বিভাগ কীভাবে চলবে? সুপ্রিম কোর্টের অবকাঠামোর বিষয়ে গতকাল একটি অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। সদ্য অবসরে যাওয়া আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানাকে আজীবন সংবর্ধনা দিতে সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হককে উদ্দেশ করে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের অবকাঠামোর বিষয়ে বিভিন্ন কথা বলেন। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, কারও কাছে যদি মনে হয় প্রধান বিচারপতির বক্তব্য রাজনৈতিক, তাহলে আমি বলব বিচার বিভাগের স্বার্থে, প্রয়োজনে আরও রাজনৈতিক বক্তব্য দিয়ে যাব। কোনোভাবেই ক্ষান্ত হব না। প্রধান বিচারপতি আরও বলেন, নারী বিচারকদের পথ প্রদর্শক হচ্ছেন বিচারপতি নাজমুন আরা সুলতানা। পৃথিবীর  যে কোনো দেশের চেয়ে আমাদের দেশে নারী বিচারকরা অগ্রগামী। সরকার এগিয়ে এলেই হাই কোর্টে আরও মহিলা বিচারক নিয়োগ দেওয়া সম্ভব। তিনি বলেন, আমাদের দেশে মামলার সংখ্যা অনুপাতে বিচারক নিয়োগ দেওয়া হয় না। বিশ্বের অধিকাংশ দেশেই মামলার অনুপাতে বিচারক নিয়োগ হয়। আমাদের প্রতিবেশী দেশ ভারতের মামলার তুলনায় আমাদের বিচারপতিদের সংখ্যা অর্ধেক। আমি সরকারের কাছে আবেদন জানাই, আপিল বিভাগে আরও তিনজন বিচারপতি নিয়োগ দেওয়ার জন্য। অ্যাসোসিয়েশনের সভাপতি তানজীনা ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা এ  দেশ এবং বিচার বিভাগের ইতিহাসের অংশ। তিনি এদেশের বিচার বিভাগের অহংকার। তাকে অনুসরণ করে অনেক নারী এই পেশায় এসেছেন। আজ তাই দেশে ২৪ শতাংশ নারী বিচারক রয়েছেন। অনুষ্ঠানে বিচারপতি নাজমুন আরা সুলতানাকে ক্রেস্ট তুলে দেন প্রধান বিচারপতি এবং উত্তরীয় পরিয়ে দেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে বিচারপতি নাজমুন আরা সুলতানা বলেন, আমি আমার বিচারিক জীবনে ন্যায়বিচার করে গিয়েছি। কখনো ইচ্ছাকৃতভাবে কিংবা অবহেলায় ভুল বিচার করিনি। নারী বিচারকদের উদ্দেশে তিনি বলেন, প্রিয় নারী বিচারকরা মনে রাখবেন, বিচারকের জীবন মানেই ন্যায় বিচারের দায়িত্ব কাঁধে নেওয়া। আর এ দায়িত্ব পালন করা খুব কঠিন ও পরিশ্রমের। ন্যায়বিচার করবেন। কারণ আল্লাহর পরেই ন্যায়বিচারকের স্থান। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের বিচারপতি এবং দেশের নারী বিচারকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর