সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

কাচের ঘরে বসে ঢিল মারবেন না

নিজস্ব প্রতিবেদক

কাচের ঘরে বসে ঢিল মারবেন না

কাচের ঘরে বসে ঢিল না মারতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষকে মিথ্যা কল্পকাহিনী বলে সব সময় প্রতারিত করা যায় না। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিএনপিকে জয়লাভের জন্য বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে জনগণের দ্বারা নির্বাচিত হওয়ার জন্য ষড়যন্ত্রের  প্রয়োজন হয় না। কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে তাদের চক্রান্তের প্রশ্নই উঠে না। তাই সরকারকে বলব, নিজেরা কাচের ঘরে বসে অন্যকে ঢিল মারবেন না।’

গতকাল দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা সঞ্জীব চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মাহবুবুল হক নান্নু, মুনির হোসেন, আবদুল আউয়াল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে সরকার ‘কল্পকাহিনী’ প্রচার করে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি প্রধানের লন্ডন যাওয়ার কয়েকদিন পরেই তারা (সরকার) শুরু করছে নতুন একটা ভাঙা রেকর্ড।   সেই রেকর্ডে তারা লন্ডনে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পেলেন এবং  সেই পুরনো কথা আবার বলতে শুরু করেছেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার আইএসআইয়ের প্রতিনিধি ও জামায়াতের প্রতিনিধির সঙ্গে তথাকথিত একটি বৈঠক অনুষ্ঠানের কথা। এটা সম্পূর্ণ তৈরি করা একটি সাজানো ছবির ওপর ভিত্তি করে অনলাইনে প্রকাশ হয়েছে। যার ওপর ভিত্তি করে এই মিথ্যা-বানোয়াট তথ্যটি প্রচার করা হচ্ছে।

তিনি বলেন, ‘এখন দেশের মূল সমস্যা হচ্ছে নির্বাচন। একটি সহায়ক সরকারের অধীনে নির্বাচন। তিনি বলেন, জনগণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আজকে গণতন্ত্র নেই। এই বিষয়গুলো পাস কাটিয়ে এই ধরনের কল্পকাহিনীর ধূম্রজাল সৃষ্টি করার একটাই উদ্দেশ্য, জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দেওয়া।’

স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত সব গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘খালেদা জিয়া স্বাধীনতা ও গণতন্ত্রকামী মানুষের সঙ্গে রাজনৈতিক জীবনের পুরোটাই কাটিয়েছেন। এ দেশের মানুষের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছেন। তার জীবনকে উৎসর্গ করেছেন। ব্যক্তিগত জীবনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশের স্বাধীনতার পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। সংগ্রাম করে চলেছেন জনগণের  ভোটের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য।’

মির্জা ফখরুল বলেন, ‘যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছে নিরলসভাবে এবং আজকে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট নিরসন করতে যিনি কাজ করে চলেছে, চেষ্টা করে চলেছেন, তার সম্পর্কে যখন পত্রিকায় কেউ এটা নিয়ে লেখেন, কথা বলেন বা অনলাইনে লেখেন তা যদি ভিত্তিহীন হয়, বানোয়াট হয়, তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক।’

সর্বশেষ খবর