বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ভারত গিয়ে জঙ্গি হয় আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

ভারত গিয়ে জঙ্গি হয় আবদুল্লাহ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ‘ভারতে গিয়েই জঙ্গি হয়েছে আবদুল্লাহ। আট বছর আগে সে ভারতে যায় এবং সেখানকার একটি মাদ্রাসায় ভর্তি হয়। সেখান থেকেই সে র‌্যাডিকালাইজড হয়েছে বলে আমরা ধারণা করছি।’ সম্প্রতি ভারতের মুজাফফর নগরে গ্রেফতার আবদুল্লাহ আল মামুন সম্পর্কে গতকাল বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ‘স্পোকেন ইংলিশ কোর্স’ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। আবদুল্লাহর গ্রামের বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়। রবিবার ভারতের সন্ত্রাসবিরোধী বিশেষ স্কোয়াড এটিএস মুজাফফর নগরের কূটসরা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের সন্দেহভাজন সদস্য হিসেবে তাকে গ্রেফতার করে। মনিরুল বলেন, ‘দেশে জঙ্গিদের অপারেশনাল ক্যাপাসিটি ধ্বংস করতে আমরা সক্ষম হয়েছি। এ মুহূর্তে দেশে বড় ধরনের হামলার সক্ষমতা জঙ্গিদের নেই। তবে জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। পৃথিবীর কোনো দেশই বলতে পারবে না যে তার দেশে জঙ্গি হামলা হবে না। পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিট গঠন প্রক্রিয়াধীন রয়েছে। ইউনিটটি গঠিত হলে জঙ্গি দমনে সক্ষমতা আরও বাড়বে।’ স্পোকেন ইংলিশ প্রোগ্রামের বিষয়ে তিনি বলেন, ক্র্যাব আয়োজিত ইংলিশ স্পোকেন কোর্স একটি সেরা প্রোগ্রাম। ইংরেজি শুধু একটি ভাষাই নয়, জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণের জন্য ইংরেজি জানতে হয়। এ সময় ইংরেজি স্পোকেন শেখার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন তিনি। নিখোঁজ হওয়াদের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান বলেন, ‘কেউ মিসিং হলে আমরা খুঁজে বের করার চেষ্টা করি। পেছনে কোনো ঘটনা আছে কি না তা জানার পাশাপাশি গোয়েন্দাতথ্য সংগ্রহ করা হয়।’ হোলি আর্টিজান হামলা মামলার বিষয়ে তিনি বলেন, ‘মামলাটির গুরুত্বপূর্ণ এক আসামি এখনো রিমান্ডে রয়েছে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে তথ্য পাওয়ার চেষ্টা চলছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষ হলেই চার্জশিট তৈরির প্রক্রিয়া শুরু হবে কি না সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান, ডিআরইউর সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, স্পোকেন কোর্সের সহযোগিতাকারী প্রতিষ্ঠান ‘বিডি ইয়াং স্টারজ’-এর চেয়ারম্যান মো. সাব্বির সরকারসহ ক্র্যাবের নেতা ও সদস্যরা। পরে সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম ও উপকমিশনার মাসুদুর রহমানকে ক্র্যাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ খবর