বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নির্বাচনে সবার সমান সুযোগের জন্য সংসদ বিলুপ্ত জরুরি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে সবার সমান সুযোগের জন্য সংসদ বিলুপ্ত জরুরি

এমাজউদ্দীন আহমদ

নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির জন্য সংসদ বিলুপ্ত করা জরুরি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। তিনি একই সঙ্গে নির্বাচন পর্যন্ত বিরোধী রাজনৈতিক দলের মামলা স্থগিত রাখারও আহ্বান জানিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবে গতকাল ‘নির্বাচনী রোডম্যাপ : নিরপেক্ষ নির্বাচনে সংকট সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এমাজউদ্দীন আহমদ এ কথা বলেন।

বাংলাদেশ সেন্টার ফর ডায়ালগ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিসিডিডি) নামের একটি সংগঠন এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। সংগঠনের চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমীন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ প্রমুখ। এমাজউদ্দীন বলেন, ‘খেলার মাঠটাকে যদি লেভেল প্লেয়িং করতে হয়, তাহলে জাতীয় সংসদ বিলুপ্ত এবং মামলা-মোকদ্দমাগুলো নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত সাসপেন্ড রাখা দরকার। যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলা হয়ে থাকে, তাহলে আমার কোনো বক্তব্য নেই।’ তিনি বলেন, ‘একটি সংসদ বহাল রেখে আরেকটি সংসদ নির্বাচন হলে তা কোনোভাবেই নিরপেক্ষ হবে না। সব প্রার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টি করতে শুধু নির্বাচনের সময়ই নয়, এখন থেকেই নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে সেনা মোতায়েনও প্রয়োজন। তবে একাদশ নির্বাচন সবার গ্রহণযোগ্য করতে শুধু কমিশন শক্তিশালী করাই একমাত্র পূর্বশর্ত নয়।’ এমাজউদ্দীন আহমদ বলেন, ‘আমরা ইনক্লুসিভ ইলেকশন চাই, যে নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেবে। এই অবস্থা যদি সৃষ্টি করতে হয় নির্বাচন কমিশন অপরিহার্য, এতে কোনো সন্দেহ নেই। একটা স্বতন্ত্র শক্তিশালী নির্বাচন কমিশন প্রয়োজন, এর বিকল্প নেই। এরপরও আরও কতগুলো বিষয় একান্তভাবে দরকার।’ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের সময় সংসদ না ভেঙে দেওয়াকে ‘অস্বাভাবিক’ ও ‘হাস্যকর’ মন্তব্য করে তিনি বলেন, ‘জাতীয় সংসদ ভাঙা হলো না, সংসদের আগের নির্বাচিত সদস্যরা রইলেন, তারপরেও নির্বাচনের জন্য নতুন ব্যক্তি যাবেন— এটা কি সম্ভব? এটা হাস্যপ্রদ ব্যাপার। পৃথিবীর কোথাও এমনটি হয়নি।’

সর্বশেষ খবর