শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সবার দায় বানভাসিদের চোখের জল মোছানো

নিজস্ব প্রতিবেদক

সবার দায় বানভাসিদের চোখের জল মোছানো

সেলিনা হোসেন

বন্যাদুর্গত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়ে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, অসহায় মানুষের চোখের জল মিশে যাচ্ছে বন্যার পানিতে। সবার দায় চোখের জল মোছানোর জন্য হাত বাড়িয়ে ওদের পাশে দাঁড়ানো। আমরা যেন মানবিক বোধকেও বন্যার পানিতে ভাসিয়ে না দিই। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন বাংলাদেশের বিশিষ্ট এ কথাসাহিত্যিক।

বন্যায় এ পর্যন্ত ২২টি জেলার ৩৩ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শতাধিক মানুষ। দাফন করার জন্য তিন হাত শুকনো মাটি না পেয়ে লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে পানিতে। বাসস্থান, খাবার এবং সুপেয় পানির সংকটে দুর্ভোগে বানভাসি মানুষ। আর এ দুর্যোগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে প্রায়। মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সেলিনা হোসেন বলেন, আসুন আমরা নিজেদের সামর্থ্যের জায়গা থেকে এগিয়ে আসি। মানবতাকে বাঁচাতে সবাই মিলে এই বানভাসি মানুষের পাশে দাঁড়াই।

সর্বশেষ খবর