শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

গণতন্ত্র ধ্বংসের নতুন ষড়যন্ত্র

মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রীসহ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আইনমন্ত্রী আনিসুল হক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাক্ষােক ‘নজিরবিহীন’ আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে তাদের এই সাক্ষাৎ ষোড়শ সংশোধনী বাতিলের রায় পরিবর্তনের জন্য। আর এর মাধ্যমে গণতন্ত্র ধ্বংসের নতুন  ষড়যন্ত্র শুরু করেছেন তারা। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘ব্যারিস্টার সালাম তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে দলের সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে ও সুজাত আলীর পরিচালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ  মোয়াজ্জেম হোসেন আলাল, ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন, সিরাজুল হক, এম রশিদুজ্জামান মিল্লাত, ওয়ারেস আলী মামুন, সাঈদুর রহমান সাঈদ, আনোয়ার হোসাইন, শফিউল বারী বাবু, নিলোফার চৌধুরী মনি, এটিএম আবদুল বারী ড্যানি, শামসুজ্জামান মেহেদি, হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, সাদিয়া হক, প্রয়াত সালাম তালুকদারের মেয়ের জামাই এম হাসান প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়াও সালাম তালুকদারের স্ত্রী মাহমুদা সালাম, যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন। বিএনপি মহাসচিব বলেন, সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত হিসেবে রায় দিয়েছে, সেই রায়ের বিরুদ্ধে তারা (সরকার) অবস্থান নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সরকার ‘বিচার বিভাগের স্বাধীনতা হরণ’ করছে। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। রাষ্ট্রপতির সঙ্গে রায় নিয়ে প্রধানমন্ত্রীসহ দুই মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের সাক্ষাতে বিস্ময় প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এই সাক্ষাৎ নিঃসন্দেহে সমগ্র জাতিকে, সমগ্র মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। নজিরবিহীন ঘটনা এটি। দেশ ও গণতন্ত্র নিয়ে নতুন করে চক্রান্ত-ষড়যন্ত্র শুরুর আশঙ্কা প্রকাশ করেন তিনি। গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দল, সব সংগঠন, ব্যক্তি, সুশীল সমাজ সবার এগিয়ে আসা উচিত বাংলাদেশকে তথা দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষা করার জন্য। আজকে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে ও গণতন্ত্রকে রক্ষা করতে হবে। আজকে যারা এই রাষ্ট্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করছেন, গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করছেন তাদের ভবিষ্যতে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ আপনারা রাষ্ট্রকে ধ্বংস করার চেষ্টা করছেন, এটা নিঃসন্দেহে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের ভিতরে পড়ে। তা ছাড়া বর্তমান সরকার বৈধভাবে নির্বাচিত নয় এবং জোর করে ক্ষমতায় বসেছে। বিচারপতি এবিএম খায়রুল হকের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের দু’রকম রায় নিয়ে তার বিচার হওয়া উচিত। যে অন্যায় তিনি করেছেন, সংক্ষিপ্ত রায় ঘোষণার ১৬ মাস পরে তা পরিবর্তন করে আরেকটা ভিন্ন রায় দিয়েছেন। নিঃসন্দেহে ‘দিস ইজ অ্যা ক্রিমিনাল অফেন্স’।

 

সর্বশেষ খবর