বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

জোড়াতালিতে চলছে সড়ক

জয়শ্রী ভাদুড়ী

জোড়াতালিতে চলছে সড়ক

ড. সামছুল হক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক সড়ক পরিবহন বিশেষজ্ঞ ড. সামছুল হক বলেছেন, বাংলাদেশে কোনো উৎসব বা উপলক্ষকে কেন্দ্র করে জোড়াতালি দেওয়া হয় ভাঙাচোরা রাস্তাঘাটে। সরকার উন্নয়নের নেশায় রক্ষণাবেক্ষণের দিকে কোনো নজর না দেওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে। শুধু ইভেন্ট পার করার চিন্তা না করে জনদুর্ভোগ কমাতে বছরজুড়েই বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে কাজ করতে হবে।

গতকাল আসন্ন ঈদযাত্রা এবং বন্যা পরিস্থিতিতে পরিবহন ব্যবস্থার বর্তমান হালচাল নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। ঈদে যাত্রীদের দুর্ভোগ বাড়বে উল্লেখ করে তিনি বলেন, এবার ঈদে একদিকে থাকবে ঢাকার বাইরে যাওয়া মানুষের ঢল অন্যদিকে রাজধানীর ভিতরে ঢুকবে গরুবাহী ট্রাক। তার মধ্যে ভাঙা রাস্তা, ঝুঁকিপূর্ণ সেতু আর বন্যার বিধ্বস্ততায় ঈদযাত্রা জটিল আকার ধারণ করবে। শুধু এরকম একটা ঈদ পার করার চিন্তা না করে সরকারকে স্থায়ী সমাধানের চিন্তা করতে হবে। সড়ক রক্ষণাবেক্ষণ বাজেট বাড়ানোর বিষয়ে জোর দিয়ে সামছুল হক বলেন, দেশের আগের নির্মিত সেতু এবং সড়কগুলো রক্ষণাবেক্ষণ না করা একটা ভুল সিদ্ধান্ত। এ জন্য সরকারও স্বস্তিতে নেই। রক্ষণাবেক্ষণ না করলে স্থায়িত্ব কমবে রাস্তার। এই দিকে নজর না দেওয়ায় ব্যয় বাড়লেও যাত্রী সেবায় ঘটছে না উন্নয়ন। পরিবহন অবকাঠামো ঘাটতির বিষয় উল্লেখ করে এই বিশেষজ্ঞ বলেন, এবার ঈদযাত্রায় দুর্যোগ বেশি। কিন্তু সে তুলনায় সড়ক ও রেল অবকাঠামোতে ঘাটতি আছে। তাই আগে থেকে এ বিষয়গুলো খেয়াল রেখে উদ্যোগ নিতে হবে। সমস্যা সমাধানে বিজ্ঞানসম্মত উপায় উপসর্গ চিহ্নিত করতে হবে। আর পরিবহন ব্যবস্থার উন্নয়নে রক্ষণাবেক্ষণ এবং নির্মাণ কাজের সংস্কৃতিকে সময়োপযোগী করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর