শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

তত্ত্বাবধায়ক নয়, সুষ্ঠু নির্বাচন চাই

নিজস্ব প্রতিবেদক

তত্ত্বাবধায়ক নয়, সুষ্ঠু নির্বাচন চাই

দেশের বর্তমান পরিস্থিতি থেকে মানুষ মুক্তি চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, রাজধানী ঢাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। গ্রামেগঞ্জে খাবারের অভাব। পত্রিকার পাতা খুললেই খুন, গুম। মানুষ শান্তি চায়, পরিবর্তন চায়। জাতীয় পার্টিই পারে মানুষকে মুক্তি দিতে। সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিন মিয়ার জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে গতকাল রাজধানীর গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই না। কোনো তত্ত্বাবধায়ক আমাদের সঙ্গে সুবিচার করেনি। তত্ত্বাবধায়ক নয়, আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। গ্রহণযোগ্য নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে।’ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠা?নে বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আজম খান প্রমুখ। এ সময় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, মেজর (অব.) খালেদ আখতার, উপদেষ্টা কাজী মামুন, যোগদানকারী স্বাস্থ্য সচিবের সহধর্মিণী নূরজাহান নিয়াজ, মেয়ে নুসরাত জাহান ও নাফয়াতুজ সাবরিন এবং ছেলে ব্যারিস্টার নাজমুল হাসান উপস্থিত ছিলেন। এর আগে পরিবারের সদস্যদের নিয়ে এরশাদ ও রওশন এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন নিয়াজ উদ্দিন। এই প্রথম কোনো সাবেক সচিব জাপায় যোগ দিলেন। যোগদানকারী নিয়াজ উদ্দিনকে স্বাগত জানিয়ে এরশাদ বলেন, ‘আজ আমাদের জন্য বিশেষ দিন। তার এই যোগদান জাতীয় পার্টিকে শক্তিশালী করেছে। তাকে স্বাগত।’ তিনি বলেন, ‘নিয়াজ উদ্দিন একজন শিক্ষিত লোক। তিনি কেন এ দলে যোগদান করেছেন, নিশ্চয়ই তার মধ্যে ভাবনা এসেছে জাতীয় পার্টির ভবিষ্যৎ আছে।’

নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘দলকে শক্তিশালী করুন। দল শক্তিশালী হলে আমরাই ক্ষমতায় যাব। আমরাই মানুষকে শান্তি ফিরিয়ে দেব।’ ক্ষমতায় গিয়ে দেশে প্রাদেশিক সরকার গঠন করার কথাও বলেন এরশাদ। বিরোধী দলের নেতা রওশন এরশাদ যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, জাতীয় পার্টির শাসনামলের সোনালি ফসল সব মানুষকে এ দলে আকৃষ্ট করছে। সাবেক সচিবের যোগদান এরই ধারাবাহিকতা।

জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি বলেন, আওয়ামী লীগ ও বিএনপিতে কেউ যোগ দিতে যাচ্ছেন না। কারণ জাতীয় পার্টিই আধুনিক বাংলা?দেশ জাতিকে উপহার দিতে পারে। জাপায় যোগদানকারী সাবেক স্বাস্থ্য সচিব নিয়াজ উদ্দিন মিয়া বলেন, এরশাদের প্রশাসনিক সংস্কার ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা এখনো মানুষ স্মরণ করে। প্রশাসন ও উন্নয়নকে তিনি জনগণের দোরগোড়ায় নিয়ে গেছেন। আর এ কারণে বাংলার মানুষ তাকে পল্লীবন্ধু ডাকে। তিনি বলেন, ‘এইচ এম এরশাদের অধীনে চাকরিজীবনে একজন ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছিলাম। আজ তার অধীনে রাজনীতিতে যোগ দিয়ে জীবনের সবচেয়ে বেশি আনন্দ অনুভব করছি। তিনি আমাকে সেবা করার জন্য একটি প্লাটফরম দেওয়ায় কৃতজ্ঞ।’

সর্বশেষ খবর