বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে

----- সালমা আলী

নিজস্ব প্রতিবেদক

জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে

জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী বলেন, ‘ধর্ষণ ও  ধর্ষণের পর যে নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা ভাবতেই গা শিউরে ওঠে। এ ঘটনাগুলো দেখলেই বোঝা যায় মানুষের মানবিকতা কোন জায়গায় পৌঁছেছে। নারীদের পথে নিরাপত্তা নিশ্চিত করতে এ ঘটনায় জড়িত বাসশ্রমিকদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সালমা আলী আরও বলেন, ‘মানুষের সততা ও মূল্যবোধে চিড় ধরেছে। বাসে এ ধরনের ঘটনা এর আগেও হয়েছে। পরিবহন শ্রমিকদের দোষী সাব্যস্ত করা হলেই তাদের সহযোগীরা ধর্মঘটের ডাক দেন। এ ধরনের চিন্তা করার আগে তারা যে কাজটা করেছেন তা মানুষ হিসেবে করা যায় কিনা তা ভাবতে হবে। এ ঘটনাগুলোয় বাসের মালিককেও বিচারের আওতায় আনা উচিত।’

নারী নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘নারীদের নিরাপত্তায় সবাইকে এগিয়ে আসতে হবে। নারীদের হাতেও নিজেকে বাঁচানোর মতো যন্ত্র অথবা স্প্রে দেওয়া যেতে পারে। মানিকগঞ্জে বাসে ধর্ষণের ঘটনায় অন্য যে সহযাত্রী কিছুক্ষণ আগে নেমে গিয়েছিলেন তার ভূমিকা ছিল প্রশংসনীয়। ’

সর্বশেষ খবর