বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

দ্রুত মামলার নিষ্পত্তি করতে হবে

------ এলিনা খান

নিজস্ব প্রতিবেদক

দ্রুত মামলার নিষ্পত্তি করতে হবে

‘নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ মামলাগুলো দীর্ঘসূত্রতার কারণে বছরের পর বছর ঝুলে থাকে। কঠিন শাস্তি না থাকায় অপরাধীদের মনে কোনো ভয়ের উদ্রেক হয় না। আর সময় গড়িয়ে যাওয়ার কারণে সাক্ষ্য-প্রমাণ এবং আলামতে ঘাটতি দেখা দেয়। তাই এ ধরনের অপরাধীদের সর্বোচ্চ শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত তৈরি করতে হবে।’ গতকাল এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান। তিনি বলেন, ‘নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ মামলাগুলো ১৮০ কার্যদিবসের মধ্যে শেষ করার নিয়ম রয়েছে কিন্তু এগুলো বছরের পর বছর আটকে থাকে। আর ঝুঁকিপূর্ণ জায়গাগুলোয় পুলিশি টহল বাড়াতে হবে।

নারীদের নিরাপত্তায় বাড়তি নজর দিতে হবে। অনেক ক্ষেত্রে ভিকটিম বা তার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে মামলা উঠিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।’

সর্বশেষ খবর