বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশের জয় বিশ্ব মিডিয়ায়

রাশেদুর রহমান

একদিকে একশ চল্লিশ বছরের অভিজ্ঞ অস্ট্রেলিয়া। অন্যদিকে সতেরোর তরুণ বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের জন্য বয়সটা বড্ড কম। তবে এই বয়সটাই তো ঝুঁকি নিয়ে পৃথিবী জয় করে। কবি সুকান্ত আঠারো বছরের দুরন্তপনাকে তুলে ধরেছিলেন ছন্দে ছন্দে। আগামী নভেম্বরে আঠারোতে পা দিতে যাওয়া টাইগাররা গতকাল সুকান্তের সেই দুরন্তপনাকেই মেলে ধরল ক্রিকেটের আঙ্গিনায়। অসিদের একশ চল্লিশ বছরের টেস্ট অভিজ্ঞতা, ঐতিহ্য আর গর্বকে ধুলোয় মিশিয়ে ছিনিয়ে নিল এক ঐতিহাসিক জয়। বানভাসি মানুষদের জন্য ঈদের ঠিক পূর্ব মুহূর্তে এরচেয়ে বড় উপহার আর কী হতে পারত! ‘টাইগাররা উদ্দীপনা ছড়ানো পারফরম্যান্স করেছে। টেস্ট ক্রিকেটের সৌন্দর্য্য বেড়েই চলেছে।’ অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে মিরপুর টেস্ট জয়ের পর মুহূর্তেই ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার টুইটারে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেছেন। ক্রিকেটের আরও অনেক মহারথীই প্রশংসায় মেতেছেন সাকিব-মুশফিকদের ঐতিহাসিক এ জয়ে। কেবল টুইটার আর ফেসবুকই নয়, চার দিনেই ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের টেস্ট জয়ের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে দুনিয়ার প্রায় সব মিডিয়া। ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার তাদের অনলাইন ভার্সনে ‘ক্রিকেটে আবার ব্যাঘ্র গর্জন, সাকিবদের হাতে অস্ট্রেলিয়া বধ’ শিরোনামে প্রতিবেদনে লিখেছে, ঐতিহাসিক জয়। অনবদ্য পারফরম্যান্স এবং দুরন্ত সাকিব। ঢাকায় ১১ বাঙালির গর্জনে ছিটকে গেল বিশ্বের অন্যতম সেরা দল। টেস্টে প্রথম বার অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। ব্রিটিশ দৈনিকগুলো তাদের অনলাইন ভার্সনেও ভূয়সী প্রশংসা করেছে বাংলাদেশের। বিবিসি সাকিব আল হাসানের বিশেষ প্রশংসাসহ বাংলাদেশের ঐতিহাসিক জয়ের প্রতিবেদন ছেপেছে। গার্ডিয়ান এবং এবিসি অনলাইনও গুরুত্বসহকারে বাংলাদেশের জয়ের খবর ছেপেছে। আমেরিকান অনলাইন হাফিংটন পোস্ট ‘ঢাকায় প্রথম টেস্টে ২০ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ’ শিরোনামে প্রতিবেদনে লিখেছে, ‘এটা ক্রিকেটে সর্বকালের সেরা জয় হিসেবে উদযাপিত হবে।’ মাঠে-ময়দানে কিংবা ভার্চুয়াল জগতে, টাইগারদের প্রশংসা এখন সর্বত্র।

হাজারও মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ার ক্রিকেট অনুরাগীদের কাছে মুহূর্তেই পৌঁছে গেছে টাইগারদের বিজয়ের খবর। জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড আর শ্রীলঙ্কার পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও টেস্ট ক্রিকেটে জয়ের স্বাদ পেল ক্ষুধার্ত টাইগাররা। ক্রিকেটের বাকি শক্তিদের জন্য এটা এক অশনী সঙ্কেত বটে। সাকিব-তামিম-মুশফিকরা অস্ট্রেলিয়াকে হারিয়ে ঘোষণা দিলেন, এবার টাইগারদের থাবা থেকে বাঁচতে পারবে না কেউ। ওরা এখন পুরোপুরিই হিংস্র হয়ে উঠেছে।

সর্বশেষ খবর