বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সাকিবই সেরা

মেজবাহ্-উল-হক

সাকিবই সেরা

সংবাদ সম্মেলনে সাকিব খুবই বিনয়ী। কথা বলেন মেপে মেপে। সর্বদা মুখে হাসি লেগেই থাকে। কিন্তু হাসতে হাসতে অস্ট্রেলিয়া দল সম্পর্কে বলে ফেলেন আগ্রাসী মন্তব্য, ‘২-০ তে সিরিজ জেতা সম্ভব!’ সাকিবের মন্তব্যে মনোক্ষুণ্ন হয়ে ‘মি. জেন্টলম্যান’ স্টিভেন স্মিথ পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন! বিশ্বের সেরা টেস্ট দলটি সম্পর্কে এমন উচ্চাভিলাষী মন্তব্যের জন্য আড়ালে আবডালে অনেকে টিপ্পনীও কেটেছেন। কিন্তু ঢাকা টেস্টে সাকিব ব্যাটে-বলে জাদুকরী পারফর্ম করে তার মন্তব্যের সার্থকতা রেখেছেন। প্রথম ইনিংসে দলের ভয়াবহ বিপর্যয়ের সময় ব্যাট হাতে নেমে করেছেন মহামূল্যবান ৮৪ রান। আর বল হাতে দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট। সাকিব তার টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এক ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন। বাংলাদেশ প্রথমবারের মতো শক্তিধর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পেল ঐতিহাসিক এক জয়। ২০ রানে পাওয়া এই জয়ে যেন মহানায়ক হয়ে গেলেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলে দুই পেসারের কোনো কাজই ছিল না। দ্বিতীয় ইনিংসে মুশফিক মাত্র এক ওভার পেসারদের দিয়ে বল করিয়েছেন। সুপার ফ্লপ ছিলেন চার স্পেশালিস্ট ব্যাটসম্যান। তারপরেও বাংলাদেশ স্বপ্নিল এক জয় পেয়েছে দলে সাকিবের মতো একজন ক্রিকেটার ছিল বলেই। এমন জয়ের পর সাকিব অবশ্য কৃতিত্ব একা নিতে রাজি নন। তিনি বলেন, ‘তামিম অসাধারণ ব্যাটিং করেছে। আরও ছোট ছোট অনেক অবদান ছিল, বিশেষ করে ব্যাটিংয়ে। এই উইকেটে রান করাটা অনেক কঠিন, তাই ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতেই হবে। দুটি ইনিংসেই ওর একশ হতে পারত, দুর্ভাগ্য ওর। মুশফিক ভাইয়ের অবদান, নাসিরের ফার্স্ট ইনিংস, সাব্বিরের সেকেন্ড ইনিংস, এটাও অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমার মনে হয় তাইজুল ও মিরাজের কথাও বলতে হবে। খুব ভালো সাপোর্ট ছিল টেস্ট জেতার জন্য। হয়তো আমি এক সাইড থেকে পাঁচ উইকেট পেয়েছি, কিন্তু অন্যদিক থেকে ওদের উইকেট নিতেই হয়েছে। সেই দিকটাও কাভার করতে পেরেছি, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দিন শেষে এটা টিম গেম, সবার অবদানই আছে। কারওটা হয়তো একটু বেশি, কারওটা হয়তো একটু কম।’ দলের ঐতিহাসিক জয়। নিজের সেরা পারফরম্যান্স। সব কিছু মিলে দারুণ খুশি সাকিব। অস্ট্রেলিয়া টেস্টে বাংলাদেশকে খুব একটা ভয়ঙ্কর প্রতিপক্ষ মনে করেনি। মুখে সমীহ দেখালেও তারা আসলে পাত্তা দেয়নি। তবে গতকাল তাদের হেরেই তাদের চরম শিক্ষা হয়েছে। সাকিব বলেন, ‘এই টেস্ট শেষে ওরা আরও বেশি সম্মান দেবে। মিডিয়ার সঙ্গে কথা বলা আর মাঠে খেলার মধ্যে পার্থক্য আছে। ঘরের মাটিতে আমরা বিশ্বাস করি আমরা যে কাউকে হারাতে পারি, সেটা করেও দেখিয়েছি। গত দুই বছরের পারফরম্যান্স থেকেই আমাদের মনে এই বিশ্বাস এসেছে। কেউ হয়তো আমাদের ওভাবে খেয়াল করেনি কিন্তু আমরা চুপিসারেই নিজেদের কাজটা করেছি।’

ম্যাচে হেরে গিয়ে অসি অধিনায়ক স্মিথও সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন, ‘ও দারুণ খেলেছে। ১০ উইকেট নিয়েছে। তবে প্রথম ইনিংসে তামিমের সঙ্গে ওর জুটিটাই আমাদের পিছিয়ে দিয়েছে। সব মিলে এটি একটি দারুণ টেস্ট ম্যাচ ছিল। এই জয়ে কৃতিত্ব দিতেই হবে বাংলাদেশকে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর