শিরোনাম
বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

টাঙ্গাইলে সাড়ে সাত ঘণ্টার অভিযানে দুই জঙ্গি আটক

ড্রোনসহ বিপুল দেশি অস্ত্র উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় পৌর এলাকার মসিন্দা গ্রামের পীর আবুল হোসেন চিশতির বাড়িতে অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় দুই সদস্যকে আটক করেছে র‍্যাব। প্রায় সাড়ে ৭ ঘণ্টা অভিযান চালিয়ে সেখান থেকে গতকাল সকাল সাড়ে ৭ টার দিকে ওই বাড়ি থেকে একটি অত্যাধুনিক ড্রোন ও বেশ কয়েকটি চাপাতি, চাইনিজ কুড়াল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় পীর সৈয়দ আবুল হোসেন চিশতির দুই ছেলে মাছুম (৩০) ও খোকনকে (২৫) আটক করে র‍্যাব। এর আগে সোমবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িটি র‍্যাব-১২ সদস্যরা ঘিরে ফেলেন।

র‍্যাব-১২ অধিনায়ক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার মসিন্দা গ্রামের পীর সৈয়দ আবুল হাসান চিশতির বাড়িতে একদল জঙ্গি অবস্থান করছে খবর পায় র‍্যাব। এমন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল র‍্যাবের একটি দল সন্ধ্যা থেকেই ওই বাড়িটির দিকে নজর রাখে। পরে র‍্যাব নিশ্চিত হয় যে ওই রাতে বাড়িটিতে বেশ কয়েকজন জঙ্গি অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে রাতে ওই বাড়িতে অভিযান শুরু করা হয়। তিনি জানান, টাঙ্গাইলে আটক দুই জঙ্গির দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মিরপুরে জঙ্গি সন্দেহে অভিযান চলে। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে র‍্যাবের এই অধিনায়ক সাংবাদিকদের জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জঙ্গি তত্পরতার সঙ্গে জড়িত। আটক দুই ভাইয়ের মধ্যে খোকন কম্পিউটারে খুবই পারদর্শী। তারা অত্যাধুনিক ড্রোন তৈরি করেছে। এই ড্রোনের মাধ্যমে তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। এদিকে স্থানীয় বাসিন্দা আবদুল জানান, আটক মাসুম বাড়ির কাছে মসিন্দা বাজারে চিশতিয়া ফার্মেসি অ্যান্ড স্টেশনারি দোকান চালাত। আর খোকন টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে ক্যাপসুল মার্কেটে কম্পিউটারের ব্যবসা পরিচালনা করত। খোকন রাজশাহী, খুলনা ও ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করেছে। মাসুম প্রায় ৯ বছর মালয়েশিয়ায় ছিল। তিন বছর আগে দেশে ফিরে আসে। তাদের আদি বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায়। ২২ বছর আগে তারা এলেঙ্গার মসিন্দা গ্রামে বসবাস শুরু করেন। আড়াই বছর আগে সৈয়দ আবুল হোসেন চিশতি মারা যান। প্রতিবছর ২৪ অক্টোবর তার বাড়িতে ওরস হতো। সৈয়দ আবুল হোসেন চিশতি মারা যাওয়ার পর আরেক ছেলে তাপস তার বাবার গদিনসীন হন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর