শিরোনাম
বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

অনিরুদ্ধকে উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিল মানবাধিকার কমিশন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান থেকে নিখোঁজ ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়কে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে পাঠানো এক ডিও লেটার বা উপ-আনুষ্ঠানিক পত্রে এ হস্তক্ষেপ কামনা করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। চিঠিতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে মন্ত্রীর হস্তক্ষেপও কামনা করা হয়। কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়ের স্ত্রী জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে একটি লিখিত অভিযোগ দেন। সেখানে তিনি উল্লেখ করেন, তার স্বামীর অস্বাভাবিক অপহরণের কারণে তিনি তার সন্তানদের নিয়ে চরম অসহায় ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। তার স্বামীকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আকুতিও জানান তিনি। এর পরিপ্রেক্ষিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বরাবর ডিও লেটার পাঠান। চিঠিতে বলা হয়, নিখোঁজ অনিরুদ্ধর স্ত্রীর সঙ্গে কথোপকথনে ধারণা করা হয় যে, সম্ভবত ব্যবসায়িক বিরোধের জের ধরে প্রতিদ্বন্দ্বী কোনো পক্ষ অনিরুদ্ধকে তুলে নিয়ে গেছে। এ ঘটনায় নিখোঁজ অনিরুদ্ধর পরিবার চরম উত্কণ্ঠা ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের উল্লেখ করে ওই চিঠিতে বলা হয়, অপহরণ বা গুমের শিকার হওয়া মানবাধিকারের চরম লঙ্ঘন। রাষ্ট্রের কোনো স্বার্থান্বেষী মানুষ তার ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে ব্যবহার করে থাকে, তা অত্যন্ত দুঃখজনক। এতে জনমনে আতঙ্ক ও উত্কণ্ঠা বেড়ে যায়। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, ২৮ আগস্ট গুলশান ১ নম্বরের পাশে ইউনিয়ন ব্যাংকের সামনে থেকে নিখোঁজ হন ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়। ঘটনার পরপরই ওই দিন বিকালে গুলশান থানায় জিডি করেন অনিরুদ্ধ রায়ের ভাগ্নে কল্লোল হাজরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর