শিরোনাম
বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

উপাচার্যের দায়িত্বে থেকেও ক্লাস নেওয়াটা স্বস্তির

জয়শ্রী ভাদুড়ী

উপাচার্যের দায়িত্বে থেকেও ক্লাস নেওয়াটা স্বস্তির

আ আ ম স আরেফিন সিদ্দিক

‘উপাচার্যের দায়িত্বে থাকলে বিভিন্ন রকমের কাজের চাপ থাকে এটা বাস্তবতা। থাকে দিনভর ব্যস্ততা। কিন্তু এই ব্যস্ততার ভিড়ে একজন শিক্ষক হিসেবে যে দায়িত্ব আছে তা যেন বাদ পড়ে না যায় সে বিষয়ে সজাগ ছিলাম। উপাচার্যের দায়িত্বে থেকেও আমি প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাস নিয়েছি, এটাই সবচেয়ে বড় পাওয়া।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আ আ ম স আরেফিন সিদ্দিক।

তিনি বলেন, ‘নানা ব্যস্ততার মধ্যেও শিক্ষার্থীদের ক্লাস নেওয়া, তাদের সঙ্গে মতবিনিময় করাটা উপভোগ্য মনে হয়। নবীন প্রজন্মের ছেলেমেয়েরা  কী ভাবছে, তাদের মনোজগৎ সম্পর্কে জানতে এবং জানাতে নিয়মিত ক্লাস নেওয়ার চেষ্টা করতাম। প্রতিবছরই প্রথম সেমিস্টারের ছেলেমেয়েদের ক্লাস নিতাম এবং পরিচিত হওয়ার চেষ্টা করতাম। এটাই আমার কাছে অর্থপূর্ণ মনে হয়।’ বিশ্ববিদ্যালয় চালাতে গেলে কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত এ বিষয়ে জিজ্ঞেস করলে সদ্য বিদায়ী এ উপাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বড় একটা পরিসর। এখানে বিভিন্ন স্তরের মানুষ আছে। বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান সমস্যা নিরসনে প্রয়োজন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা, যে সমস্যাগুলো আছে তা নিরসনের চেষ্টা করা। সম্পূর্ণ নিরসন করা না গেলেও তাদের জন্য যে চেষ্টা করা হচ্ছে, সে বিষয়ে তাদের অনুধাবন করানো। সবার সঙ্গে সঠিকভাবে যোগাযোগ রাখলে বিশ্ববিদ্যালয়ে তৈরি সংকট নিরসন করা সম্ভব। ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবার সঙ্গে ইতিবাচক যোগাযোগ রাখতে হবে।’ উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালের ১৫ জানুয়ারি প্রথম দফায় নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আচার্য ও প্রেসিডেন্ট ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ। ওই মেয়াদ শেষে ২০১৩ সালের ২৫ আগস্ট তিনি দ্বিতীয় দফায় নিয়োগ পান।  এর মেয়াদ শেষ হয় চলতি বছর ২৩ আগস্ট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর