শিরোনাম
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভারতে গুলি করে হত্যা সিনিয়র সাংবাদিককে

প্রতিদিন ডেস্ক

ভারতে গুলি করে হত্যা সিনিয়র সাংবাদিককে

ভারতে প্রখ্যাত সাংবাদিক গৌরী লঙ্কেশকে হত্যার ঘটনায় রাজধানী নয়াদিল্লিতে গতকাল বিক্ষোভ র‌্যালি বের করে প্রতিবাদকারীরা —এএফপি

ভারতের জ্যেষ্ঠ সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম বেঙ্গালুরুর রাজেশ্বরী নগরে তার বাড়িতে এ ঘটনা ঘটে। সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কাজ করে এমন একটি দলের সঙ্গে যুক্ত থাকা গৌরী লঙ্কেশ বামপন্থি ও হিন্দুত্ববাদবিরোধী হিসেবেও বেশ পরিচিত ছিলেন। ২০১৬ সালের নভেম্বরে বিজেপির সংসদ সদস্য প্রহ্লাদ জোশির করা মামলায় তার (গৌরী) ছয় মাসের জেল হয়। পরে গৌরী জামিনে বেরিয়ে আসেন। ঘটনা সম্পর্কে পুলিশ বলছে, গৌরীর পশ্চিম বেঙ্গালুরুর বাড়ির বারান্দায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়। তিনি যখন বাড়ি পৌঁছে ঘরে ঢুকছিলেন, তখন খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করা হয়। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার টি সুনীল কুমারের বরাত দিয়ে আইএএনএস বলছে, ‘মোট সাতটি গুলি পাওয়া গেছে। যার মধ্যে চারটি লক্ষ্য ভেদ করতে ব্যর্থ হয় আর দুটি বুলেট গৌরীর বুকের আশপাশে লাগে এবং বাকি একটি তার কপালে লাগে।’ ঘটনাস্থল থেকে চারটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। পরে গৌরীর মরদেহ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বলেন, ‘গৌরী লঙ্কেশ হত্যার অভিযোগে পুলিশের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। বিবিসি।

সর্বশেষ খবর