বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

নির্বাচনে আসার বিকল্প নেই বিএনপির

তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘নির্বাচনে অংশ নেওয়া ছাড়া বিএনপির বিকল্প কোনো পথ নেই। তাদের পছন্দমতো সরকার গঠন করার আশা ত্যাগ করে নির্বাচন করতে হলে এই সরকারের অধীনেই করতে হবে।’ গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তোফায়েল বলেন, ‘বিএনপি মহাসচিব বলেছেন, এই সরকারের অধীনে নির্বাচন করবেন না, তাদের পছন্দমতো সরকার গঠন করতে হবে। আমি তাকে বিনয়ের সঙ্গে বলব, এই আশা ত্যাগ করেন। নির্বাচন করতে হলে এই সরকারের অধীনেই করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন করতে হবে, অন্য কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই।’ তিনি বলেন, ‘অহেতুক সবকিছুতে বিতর্ক তৈরি করে বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে। নির্বাচন সামনে, তাদের উচিত নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা।’ বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, নির্বাচন না করলে নির্বাচন থেমে থাকবে না। ৫ জানুয়ারি আপনারা নির্বাচন না করে জ্বালাও-পোড়াও করে বিতর্কিত হয়েছেন। এখন আপনারা বিরোধী দলেও নেই।’ তিনি বলেন, ‘অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে সর্বাত্মক সহযোগিতা করব। তারা আলোচনার কথা বলেছেন, তাদের সঙ্গে আলোচনার সুযোগ নেই। যারা আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন, নির্বাচন বানচালের চেষ্টা করেছেন, হরতাল-অবরোধের নামে দেশ অচল করার চেষ্টা করেছেন, তাদের সঙ্গে আলোচনার কিছু নেই।’

সর্বশেষ খবর