বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
বিদেশ সফরে যাচ্ছেন এস কে সিনহা

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহহাব মিঞা

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অনুপস্থিতকালীন তার (প্রধান বিচারপতি) কার্যভার পালনের দায়িত্ব আপিল বিভাগের প্রবীণতম বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে প্রদান করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।  প্রজ্ঞাপনে বলা হয়— ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অনুপস্থিতকালীন অর্থাৎ আগামী ১০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত অথবা মহোদয়ের যাত্রার তারিখ হতে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক মাননীয় বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দিয়েছেন।’

সর্বশেষ খবর