শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

কাজাখস্তান যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

কাজাখস্তান যাচ্ছেন রাষ্ট্রপতি

মুসলিম দেশগুলোর জোট ওআইসির প্রথম বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্মেলনে যোগ দিতে আগামীকাল কাজাখস্তান যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দুই দিনব্যাপী এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড মডার্নাইজেশন অব ইসলামিক ওয়ার্ল্ড’। সম্মেলন থেকে ১০ বছর মেয়াদি একটি কর্মপরিকল্পনা ‘ওআইসি এসটিআই এজেন্ডা-২০২৬’ ঘোষণা করা হবে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গতকাল সাংবাদিকদের আরও জানান, কাজাখস্তানের রাজধানী আস্তানার ‘প্যালেস অব ইনডিপেন্ডেন্স’ আয়োজিত এ সম্মেলনে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এছাড়া একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে আবদুল হামিদের সাক্ষাতের কথা রয়েছে। সম্মেলনে ওআইসির ২০টি সদস্য রাষ্ট্রের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেবেন। বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি আগামীকাল বিকালে রওনা দেবেন। সম্মেলন শেষে ১২ সেপ্টেম্বর তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

 

সর্বশেষ খবর