সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
দক্ষিণ আফ্রিকা মিশন

বাদ পড়ছেন একাধিক ক্রিকেটার, বিশ্রাম চান সাকিব!

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়া সিরিজ শেষ। সাফল্যের সেই সিরিজ শেষে বাংলাদেশ ক্রিকেট দল এখন প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার। দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-২০ ম্যাচ খেলতে ক্রিকেট দল দেশ ছাড়বে ১৮ সেপ্টেম্বর। সফরের শুরুতে টেস্ট সিরিজ। ২৮ সেপ্টেম্বর-২ অক্টোবর প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট ৬-১০ অক্টোবর। টেস্টে সিরিজের জন্য আজ স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। বিকাল ৫টায় মিরপুরে বহুল আলোচিত দলটি সংবাদ সন্মেলন করে ঘোষণা করা হবে। খেলতে হবে বিপরীত কন্ডিশনে।

তাই কন্ডিশনের বিবেচনায় অস্ট্রেলিয়া সিরিজ খেলা দলটি থেকে বাদ পড়তে পারেন একাধিক ক্রিকেটার। বাদ পড়ার তালিকায় থাকার সম্ভাবনা রয়েছে ইমরুল কায়েশ, নাসির হোসেন, তাইজুল ইসলামদের। তবে সবচেয়ে বড় খবর হতে পারেন বিশ্বসেরা সাকিব আল হাসান। বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও শোনা যাচ্ছে ৬ মাসের জন্য টেস্ট ক্রিকেট খেলতে চাইছেন না সাকিব। যদি বিসিবি তাকে বিশ্রাম দেয়, তাহলে তাকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে হবে বাংলাদেশকে। 

সর্বশেষ খবর