সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ষোড়শ সংশোধনী রায় নিয়ে সংসদে আলোচনার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া উচ্চ আদালতের রায় ও রোহিঙ্গা ইস্যুতে সংসদে পৃথকভাবে আলোচনার প্রস্তাব করেছেন প্রবীণ পার্লামেন্টারিয়ান ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে গতকাল সংসদের ১৭তম অধিবেশনের প্রথম দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রস্তাব করেন। তিনি বলেন, আগামীকাল রোহিঙ্গা ইস্যু নিয়ে এবং পরদিন ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া উচ্চ আদালতের রায় নিয়ে আলোচনা হতে পারে। এ জন্য বিধি মোতাবেক নোটিসের মাধ্যমে আলোচনা করার প্রস্তাব দেন তিনি। এ সময়  ডেপুটি স্পিকার এ বিষয়ে চিফ হুইপ মহোদয় স্পিকারের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করার সিদ্ধান্ত দেন। এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ডা. রুস্তম আলী ফরাজী রোহিঙ্গা ইস্যুতে বক্তব্য রাখতে শুরু করলে বৈঠকের সভাপতি ফজলে রাব্বি মিয়া তাকে থামিয়ে দেন। তিনি বলেন, এ বিষয়ে পয়েন্ট অব অর্ডারে বললে সময় অপচয় ছাড়া কোনো লাভ নেই। আপনি নোটিস দিলে সংসদ একটি রেজুলেন নিতে পারবে। একইভাবে তাহজীব আলম সিদ্দিকী পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া উচ্চ আদালতের রায় নিয়ে বক্তব্য রাখতে শুরু করলে তাকেও থামিয়ে দিয়ে নোটিস দেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে ফ্লোর নিয়ে তোফায়েল আহমেদ এ বিষয়ে আলোচনার প্রস্তাব করেন।

সর্বশেষ খবর