সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

নির্যাতন বন্ধের আহ্বান দালাই লামার

প্রতিদিন ডেস্ক

নির্যাতন বন্ধের আহ্বান দালাই লামার

মিয়ানমারের রাখাইন পরিস্থিতিতে নিন্দা ও শোক জানিয়ে রোহিঙ্গাদের ওপর দমনপীড়ন বন্ধে দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির প্রতি আহ্বান জানিয়েছেন তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা। বুদ্ধের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়াতে বৌদ্ধদের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার ভারতের হিমাচল প্রদেশে সাংবাদিকদের কাছে দালাই লামা এ আহ্বান জানান। তিনি বলেন, গৌতম বুদ্ধ বৌদ্ধধর্মের প্রবর্তক। তার অন্যতম মূল বাণী অহিংসা ও শান্তি, মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করা। ব্যক্তি কোনো বিষয় নয়, সামষ্টিক শান্তিই প্রকৃত শান্তি। মিয়ানমারে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ। দেশটির রাখাইন রাজ্য সংখ্যালঘু রোহিঙ্গা-অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানে বাস করছে। তবে তারা মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত। রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকার করে না মিয়ানমার। বিপন্ন এ জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের সরকারি বাহিনী ও কট্টরপন্থি বেসামরিক বৌদ্ধরা সহিংস দমন-পীড়ন চালাচ্ছে। রাখাইনে চলমান সহিংসতায় সেখান থেকে প্রায় তিন লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সাম্প্রতিক ক্লিয়ারেন্স অপারেশনের লক্ষ্যে সেনা অভিযান শুরুর কয়েকদিনের মাথায় বিদ্রোহী রোহিঙ্গারা ২৪টি পুলিশ চেকপোস্টে হামলায় ১০৪ জন নিহত হওয়ার কথা জানিয়ে রোহিঙ্গানিধন অভিযান শুরু করে সরকার। এরপর থেকেই মিলতে থাকে বেসামরিক নিধনযজ্ঞের আলামত। পাহাড় বেয়ে ভেসে আসতে শুরু করে বিস্ফোরণ আর গুলির শব্দ। পুড়িয়ে দেওয়া গ্রামগুলো থেকে আগুনের ধোঁয়া সব সময়ই দেখা যাচ্ছে। মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে শূন্যে ছুড়ছেন সেনারা। কখনো কখনো কেটে ফেলা হচ্ছে তাদের গলা। জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে তাদের। আহত শরণার্থী হয়ে তারা ছুটছে বাংলাদেশ সীমান্তে। ইকোনমিকস টাইমস জানিয়েছে, শনিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোহিঙ্গাদের প্রশ্নে সোচ্চার হন দালাই লামা। তিনি বলেন, ‘মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চিকে জানাতে চাই, যারা রোহিঙ্গা জনগোষ্ঠীকে হয়রানি করছে, তাদের এসব আগ্রাসী কর্মকাণ্ড করার আগে মহামতি বুদ্ধের কথা একবার মনে করা উচিত।’ বুদ্ধের অহিংস পথ অনুসরণ করে সহিংস কর্মকাণ্ড বন্ধ করতে রোহিঙ্গাদের ওপর আক্রমণকারীদের আহ্বান জানান তিনি। এর আগে তিনি বলেছিলেন, ‘আমি অনুভব করি, এমন জায়গায় থাকলে গৌতম বুদ্ধ ওই অসহায় মুসলমানদের সাহায্য করতেন।’

সর্বশেষ খবর