সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

নিবিড় পর্যবেক্ষণ চলছে রায়ের

নিজস্ব প্রতিবেদক

নিবিড় পর্যবেক্ষণ চলছে রায়ের

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের  দেওয়া রায়ের নিবিড় পর্যবেক্ষণ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ওই রায় পুনর্বিবেচনার জন্য অ্যাটর্নি জেনারেলকে চিঠি দিয়ে জানানো হবে। গতকাল রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবনিযুক্ত সহকারী বিচারকদের ৩৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী অনুষ্ঠানে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বলেন, মিয়ানমারে  রোহিঙ্গাদের ওপর যে ‘বর্বরোচিত কাণ্ড’ চলছে তার শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ। আমরা মানবিক বিষয়টি আগে  দেখি। তারপর আন্তর্জাতিক বিষয়টি দেখি। তিনি বলেন, আন্তর্জাতিক চাপ- যেটা সৃষ্টি করার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, সেক্ষেত্রে যথেষ্ট সফলতা অর্জন করেছে। এটা আপাতত চালিয়ে যাওয়া হবে। রোহিঙ্গারা যদি  সেই ইস্যু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নিয়ে যায়, তারা কখন নেবে সেটা আমাদের বিবেচ্য বিষয় না। আমরা যেটা করব, সেটা হচ্ছে— এই যে কনফ্লিক্ট আমরা তার একটা শান্তিপূর্ণ অবসান ঘটানোর চেষ্টা করে যাব।

সর্বশেষ খবর