বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

দারুস সালামের সাত জঙ্গির লাশ আঞ্জুমানে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দারুস সালামে জঙ্গি আস্তানায় বিস্ফোরণে নিহত সাতজনের লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুরে পুলিশের মাধ্যমে লাশগুলো হস্তান্তর করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গ কর্তৃপক্ষ।

এ বিষয়ে ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, লাশগুলো দাফনের জন্য আঞ্জুমানকে দিতে পুলিশের পক্ষ থেকে চিঠি আসে। সেই অনুযায়ী লাশগুলো বেওয়ারিশ হিসেবে জুরাইন কবরস্থানে দাফন করে আঞ্জুমান। র‌্যাব জানায়, সাতজনের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— আবদুল্লাহ, তার দুই স্ত্রী এবং দুই শিশু সন্তান ওসামা ও ওমর। ডিএনএ পরীক্ষার ফল হাতে পেলে বাকি দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যাবে। গত ৫ সেপ্টেম্বর রাতে দারুস সালামে মাজার রোডের বর্ধনবাড়ী এলাকায় ‘কমল প্রভা’ নামের একটি বাড়ির পঞ্চম তলায় জঙ্গি আস্তানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ হয়। এ সময় নিহত হয় সাত জঙ্গি। জঙ্গি আস্তানা রয়েছে এমন খবর পেয়ে দারুস সালামের ওই বাড়িতে আগের দিন রাত ১১টার দিকে ঘেরাও করে র‌্যাব।

সর্বশেষ খবর