বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
অমর্ত্য সেনের আহ্বান

মানবিক সংকটের অবসান ঘটান

নিজস্ব প্রতিবেদক

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সংকটের অবসান ঘটানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল ইউনূস সেন্টারের এক চিঠিতে জানানো হয়, অধ্যাপক অমর্ত্য সেন রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সংকটের অবসান ঘটানোর জন্য জাতিসংঘের কাছে পাঠানো চিঠির স্বাক্ষরের তালিকাতে তার নাম যোগ করার জন্য তার ইচ্ছামত পাঠিয়েছেন। অধ্যাপক অমর্ত্য সেন প্রফেসর ইউনূসকে লিখেছেন, তিনি সাধারণত তার নামকে যৌথ বিবৃতিতে যুক্ত করেন না। মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত অত্যাচারের প্রতিকারের জন্য তিনি চিঠিটি স্বাক্ষরিত হিসেবে গণ্য করার জন্য অনুরোধ করেছেন। পৃথকভাবে উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়ালেস ইউনূস সেন্টারকে লিখেছেন, তিনি তার নামটি বিবৃতিতে তালিকাভুক্ত করার জন্য গর্বিত এবং মধ্যপ্রাচ্যভিত্তিক ব্যবসায়িক নেতা এবং মানবপ্রেমিক আরিফ নকিভিও বিবৃতিতে যোগদান করেন। উল্লেখ্য, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর নিপীড়ন বন্ধের জন্য ১৩ সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নোবেল বিজয়ী ও বিশ্বের বিশিষ্ট নাগরিকদের স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়েছিল। এতে ১২ জন নোবেলজয়ী এবং ২১ জন বিশিষ্ট নাগরিক স্বাক্ষর করেন। অধ্যাপক অমর্ত্য সেন, জিমি ওয়ালেস এবং আরিফ নকিভির সম্মতির ফলে মোট ১৩ জন নোবেল বিজয়ীসহ ৩৬ জন বিবৃতিটিতে স্বাক্ষর করলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর