বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ইমরান সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আদালত প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগের মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও সনাতন উল্লাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে এ মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। গতকাল ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম এ আদেশ দেন।

এ বিষয়ে ওই আদালতের পেশকার মো. আশরাফুল হক সাংবাদিকদের জানান, মামলার অভিযোগ গঠন শুনানির জন্য গতকাল দিন ধার্য ছিল। কিন্তু ওই দুই আসামি জামিনের শর্ত অনুযায়ী আদালতে হাজির হননি। এমনকি তাদের পক্ষে আদালতে কেউ কোনো পদক্ষেপও নেয়নি। এ কারণে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেয়। মামলা সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে গত ২৮ মে সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। ইমরান ও সনাতনের নেতৃত্বে বের হওয়া ওই মশাল মিছিল থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করে স্লোগান দেওয়া হয়। এই মর্মে ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী গত ৩১ মে বাদী হয়ে এ মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়। পরে গত ১৬ জুলাই আদালতে আত্মসমর্পণ করে জামিন পান ইমরান ও সনাতন।

সর্বশেষ খবর