বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা পুনর্বাসনে সেনাবাহিনী

ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা পুনর্বাসনে সেনাবাহিনী

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সেনাবাহিনী অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রোহিঙ্গাদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সেনাবাহিনী যোগ দেবে এটা সরকারের সিদ্ধান্ত। প্রশাসন ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার সদস্যরা মিলে এ কাজে অংশগ্রহণ করবে। এর মধ্যে সেনাবাহিনীর জন্য আলাদা কিছু কাজ ভাগ করে দেওয়া হয়েছে। এতে দ্রুততার সঙ্গে এ কার্যক্রম এগিয়ে যাবে। গতকাল সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেওয়া ত্রাণসামগ্রী গ্রহণের সময় তিনি এ কথা বলেন। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্টদের নিয়ে এক সমন্বয় সভা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সেখানে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের আওতা ও পরিধি বণ্টন করা হবে। বিজিবি, পুলিশ, র‌্যাব, আর্মড পুলিশ ও গ্রাম পুলিশসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কাজের পরিধি ভাগ করে দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে। বিকালে টেকনাফের শামলাপুর ও উখিয়ার বালুখালীতে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের দুর্ভিক্ষ নিয়ে যারা স্বপ্ন দেখছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশে আর কোনোদিন দুর্ভিক্ষ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতে একটি মানুষও না খেয়ে মারা যাবে না। সরকারের গৃৃহীত পদক্ষেপের ফলে চালের দাম কমতে শুরু করেছে। আশা করি কয়েকদিনের মধ্যে চালের বাজার স্থিতিশীল হয়ে আসবে। সকালে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে ত্রাণ গ্রহণের সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। চার দিন ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বিকালেও টেকনাফের শামলাপুর, উখিয়ার বালুখালীসহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আবদুর রহমান বদি, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ও বর্তমান সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতা মোকলেছুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর