শিরোনাম
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

চালের সংকট সৃষ্টি করছে সরকারই

মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

চালের সংকট সৃষ্টি করছে সরকারই

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার নিজে সংকট তৈরি করেছে বলেই চাল মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। চালের দাম

আকাশচুম্বী হয়ে গেছে, সাধারণ মানুষ চাল কিনতে পারছে না। অথচ মন্ত্রীরা এখনো জোর গলায় বলছেন চালের কোনো সংকট নেই!’

তিনি গতকাল দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন। ফখরুল আরও বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী নিরীহ রোহিঙ্গাদের হত্যা-নির্যাতনের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আমরা প্রথম থেকেই বলেছি রোহিঙ্গাদের আশ্রয় দিতে হবে, আবার যেন তারা দেশে ফিরে যেতে পারে সেজন্য মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। সরকার প্রথম দিকে রোহিঙ্গাদের প্রবেশ ও আশ্রয়ের জায়গা দেয়নি। সমগ্র বিশ্ব এখন রোহিঙ্গাদের পক্ষে কথা বলছে, মিয়ানমার সরকারকে ধিক্কার দিচ্ছে। তাই সরকার এখন রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। কিন্তু এখনো লাখ লাখ রোহিঙ্গা খোলা আকাশের নিচে, বৃষ্টিতে ভিজছে, শত শত শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। সরকার এখন পর্যন্ত রোহিঙ্গাদের আশ্রয়সহ প্রয়োজনীয় সুবিধা দিতে পারেনি।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, ঢাকা মহানগরী উত্তর সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সহসভাপতি মুন্সি বুজরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার, এ জি এম শামসুল হক, তাহেরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন, আবদুল্লাহ বাকী, মনিরুল আলম রাহিমী, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন মঞ্জু, আক্তার হোসেন, কেন্দ্রীয় নেতা জসিম উদ্দিন প্রমুখ।

সর্বশেষ খবর