শিরোনাম
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ফ্রান্সের প্রেসিডেন্টকে অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

ফ্রান্সের প্রেসিডেন্টকে অনুরোধ

রোহিঙ্গা সংকট নিরসনে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁঁকে এগিয়ে আসার অনুরোধ জানালেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে শরণার্থী রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া এবং তাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে ফ্রান্স যাতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করে সেই অনুরোধও জানান তিনি। গতকাল রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়। নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দফতরে পরিবেশ সংক্রান্ত সরকারপ্রধানদের বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেন বাংলাদেশের এই নোবেলজয়ী।  এ সময় রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য ইউনূস প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে ধন্যবাদ জানান। যে ভয়াবহ পরিস্থিতিতে গত কয়েক সপ্তাহে ৪ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে, তিনি সেই অভিজ্ঞতা ফরাসি প্রেসিডেন্টের কাছে তুলে ধরেন।  প্রেসিডেন্ট ম্যাক্রোঁ প্রফেসর ইউনূসকে আশ্বস্ত করেন, তিনি এই সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এ ছাড়াও তিনি ২০২৪ সালের অলিম্পিক গেমস আয়োজনে প্যারিসের প্রার্থিতায় সফল সহায়তার জন্য প্রফেসর ইউনূসকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান।  বিশ্বের শ্রেষ্ঠ ১০০ চিন্তাবিদের মধ্যে প্রফেসর ইউনূসের নাম : এর আগে প্রফেসর ইউনূস নিউইয়র্কে অনুষ্ঠিত ফোর্বস ম্যাগাজিনের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণের প্রতিবন্ধকতা কীভাবে দূর করা যায় শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানটি আধুনিক যুগের শ্রেষ্ঠ ১০০ জন ব্যবসা বিষয়ক জীবিত চিন্তাবিদকে সমবেত করার উপলক্ষে আয়োজিত হচ্ছে। প্রফেসর ইউনূসকে আধুনিক পৃথিবীর শ্রেষ্ঠ ১০০ জন ব্যবসা বিষয়ক জীবিত চিন্তাবিদদের একজন হিসেবে বাছাই করা হয়েছে।

সর্বশেষ খবর