শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

পবিত্র আশুরা ১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

পবিত্র আশুরা ১ অক্টোবর

আগামী ১ অক্টোবর, রবিবার, ১০ মহররম, পবিত্র আশুরা। গতকাল পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আজ শুক্রবার হিজরি নববর্ষ। ১৪৩৯ হিজরি সনের প্রথম দিন। বিশ্ব মুসলিমকে ইসলামের চেতনায় উদ্দীপ্ত করতে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক (রা.) খেলাফতের চতুর্থ বছর (৬৩৮ খ্রিস্টাব্দ) থেকে হিজরি নববর্ষ প্রবর্তন করেন। রোজা, ঈদ, হজসহ ইসলামের গুরুত্বপূর্ণ ধর্মীয় বিধি-বিধান ও ইবাদত বন্দেগি চাঁদের ওপর নির্ভরশীল বিধায় এ দিনটি মুসলিম জাতির জন্য এক বিশেষ মর্যাদার। একইসঙ্গে ১০ মহররম আশুরার দিনটি ইসলামে বিশেষ গুরুত্বপূর্ণ ও মর্যাদার দিন। প্রিয়নবী মুহাম্মদ (সা.) আশুরা উপলক্ষে দুই দিন রোজা পালন করেছেন। পবিত্র হাদিসে আশুরার গুরুত্ব বর্ণিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ ২২ সেপ্টেম্বর শুক্রবার থেকে মহররম মাস গণনা হবে এবং আগামী ১ অক্টোবর রবিবার সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর