শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ষড়যন্ত্রে ব্যর্থ হওয়ায় ফেরেননি খালেদা

মতিয়া

নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি নেত্রী খালেদা জিয়া ষড়যন্ত্রে রয়েছেন। ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় সময় দিয়েও দেশে ফিরতে পারেননি তিনি।

গতকাল রাজধানীতে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। ‘দেশবিরোধী ষড়যন্ত্র ও সরকার পতনের অপচেষ্টার’ বিরুদ্ধে ওই প্রতিবাদ সভার আয়োজন করে ‘অপরাজেয় বাংলা’ নামের একটি সংগঠন। মতিয়া চৌধুরী বলেন, খালেদা জিয়া দেশে যদি আসতেই না পারবেন, ডাক্তারের অ্যাপয়েনমেন্ট যদি পিছিয়েই যায়, তাহলে তারিখ দিছিলেন ক্যান? নাকি অন্য কিছু স্বপ্ন ছিল। ভেবেছিলেন অমুক ঘটিয়া যাইবে, তমুক ঘটিয়া যাইবে; কেউ কোলে করে ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু কিছুই ঘটে নাই, তাই তিনি আসতেও পারেন নাই। একুশে আগস্টের গ্রেনেড হামলা, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনাকে গ্রেফতার এবং আওয়ামী লীগে ভাঙনের চেষ্টাসহ নানা চক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছত্রছায়ায় হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। দেশে খাদ্য নিয়ে অব্যবস্থাপনার কথা স্বীকার করে কৃষিমন্ত্রী বলেন, আমরা যেখানে চাল রপ্তানি করতাম, সেখানে এখন আমদানি করতে হচ্ছে। এটা ঠিক যে চাল নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। কিন্তু এর সঙ্গে যোগ হয়েছে ‘ভারত চাল রপ্তানি বন্ধ করেছে’ মর্মে কিছু পত্রিকার মিথ্যা সংবাদ। অচিরেই চাল সংকট কেটে যাবে জানিয়ে তিনি বলেন, আল্লাহর রহমতে এবার আউশের ফলন লক্ষ্যমাত্রার চেয়ে পাঁচ লাখ টন বেশি হয়েছে। তেমন কোনো বালা-মসিবত না হলে আমনের ফলনও ভালো হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। অপরাজেয় বাংলার আহ্বায়ক এইচ রহমান মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষক লীগ নেতা এমএ করিমসহ অন্যরা বক্তব্য দেন।

সর্বশেষ খবর