শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিচার বিভাগকে খাটো করতে সংশোধনী হয়নি

নিজস্ব প্রতিবেদক, রংপুর


বিচার বিভাগকে খাটো করতে সংশোধনী হয়নি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে এবং বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতেই সংবিধানের ষোড়শ সংশোধনী বিল জাতীয় সংসদে পাস করা হয়েছিল। কখনই বিচার বিভাগকে খাটো করার জন্য এটা করা হয়নি। তিনি গতকাল দুপুরে রংপুরে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন অনুষ্ঠান ও সুধী সমাবেশে এ কথা বলেন। জেলা জজ আদালত চত্বরে আয়োজিত এ সমাবেশে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগকে একটা দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করতে সরকার সব ধরনের কাজ করছে। অপরাধ করে এখন আর কেউ পার পাচ্ছে না। ন্যায় বিচার এখন দুষ্প্রাপ্য নয়। মানুষ যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সেজন্য বিচারকদের প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী। রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠন বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে। এ সংক্রান্ত আইনটি মন্ত্রিপরিষদে পাস হলে সেটি জাতীয় সংসদে পাসের জন্য উত্থাপন করা হবে। আইনটি আমার টেবিলেই আছে। আপনাদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছি। আইনটি আর টেবিলে রাখতে পারব না। চলতি মাসের শেষ সপ্তাহে আইনটি মন্ত্রিপরিষদে পাঠিয়ে দেব।’ সিনিয়র জেলা ও দায়রা জজ হুমায়ুন কবীরের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝণ্টু, অ্যাডভোকেট হোসনে আরা লুত্ফা ডালিয়া এমপি, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহুরুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ, রংপুর আইনজীবী সমিতির সভাপতি আবদুল কাইয়ুম মণ্ডল, সাধারণ সম্পাদক আবদুল মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজেদ আলী বাবলু, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ। এর আগে মন্ত্রী ফিতা কেটে ১০ তলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন এবং আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।

 

সর্বশেষ খবর