শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

মিয়ানমারে সহিংসতা বন্ধ করতে হবে

ভ্রাম্যমাণ প্রতিনিধি, টেকনাফ (শামলাপুর) থেকে

মিয়ানমারে সহিংসতা বন্ধ করতে হবে

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ অং সান সুচি র বক্তব্য প্রত্যাহার, একইসঙ্গে আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের পাশে বিশ্বসম্প্রদায় রয়েছে। শুধু পাশে থাকলেই হবে না। মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করতে হবে। রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন-নির্যাতন ও গণহত্যা বন্ধ করতে কার্যকর উদ্যোগ নিতে হবে সেখানকার সেনাবাহিনীকে। রোহিঙ্গাদের জন্য আলাদা অঞ্চল প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা পালন করতে হবে।’ গতকাল কক্সবাজারের টেকনাফে শামলাপুর রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে এরশাদ এ আহ্বান জানান। শামলাপুর ছাড়াও তিনি উখিয়ার কুতুপালং, বালুখালীসহ আরও বেশ কয়েকটি শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের মাঝে ত্রাণসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করেন। এ ছাড়াও শামলাপুরে জাতীয় যুব সংহতির উদ্যোগে পরিচালিত চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন এরশাদ। তিনি এ সময় অসুস্থদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। এ সময় এরশাদের সঙ্গে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, মেজর (অব.) খালেদ আখতার, চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান মাহজাবিন মোর্শেদ এমপি, মোর্শেদ মুরাদ ইব্রাহিম, জাতীয় পার্টির সংসদ সদস্য খুরশিদ আরা হক প্রমুখ উপস্থিত ছিলেন। এরশাদ রোহিঙ্গাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের ভয় নেই। আমরা আপনাদের পাশে আছি। আমাদের সামর্থ্য সীমিত। সম্পদ কম। তবুও আমরা মানবিক দিক বিবেচনায় নিয়ে আপনাদের আশ্রয় দিয়েছি। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের পাশে থাকব। কিন্তু আজ হোক কাল হোক আপনাদের নিজের দেশে ফিরে যেতে হবে।’ তিনি এ সময় রোহিঙ্গাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর দাবি জানান। এরশাদ বলেন, জাতিসংঘ শান্তিবাহিনী ছাড়া রোহিঙ্গাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

সর্বশেষ খবর