শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

১০ টাকার কথা বলে ৭৫ টাকায় চাল : নোমান

টাঙ্গাইল প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সরকার ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর কথা বলে ক্ষমতায় এসেছে। আর এখন ৭৫ টাকা কেজি দরে চাল কিনে খেতে হচ্ছে দেশের মানুষকে। গতকাল দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। শহরের ভিক্টোরিয়া রোডে পৌর মার্কেটের দ্বিতীয় তলায় এ কার্যালয় উদ্বোধন করা হয়। তিনি বলেন, এ সরকার কথায় এবং কাজে এক নয়। তারা সঠিকভাবে রোহিঙ্গাদের ত্রাণ দিতে পারছে না। বিএনপিকেও ত্রাণ দিতে বাধা দিচ্ছে। তাই এ সরকারের দিন শেষ হয়ে আসছে। আগামীতে মানুষ বিএনপিকে ভোট দেবে এবং বিএনপিই সরকার গঠন করবে। এ সময় তিনি সব পর্যায়ের নেতা-কর্মীদের আগামী দিনের আন্দোলন জোরদার করার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নির্বাহী সদস্য সাঈদ সোহরাব প্রমুখ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। এ সময় জেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, মহিলা দল, কৃষক দলসহ শহর ও থানা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর