মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

উল্টো পথে আবার ধরা সচিবের গাড়ি

নিজস্ব প্রতিবেদক

উল্টোপথে গাড়ি চালিয়ে আবারও ধরা খেলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরুহা সুলতানা। আগের দিনও তিনি উল্টোপথে গাড়ি নিয়ে এসে পুলিশের হাতে ধরা পড়েছিলেন। গতকাল সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ভবনের সামনে একই অভিযোগে আবারও তার গাড়ি আটকানো হয়। গাড়িটি রূপসী বাংলা হোটেলের দিক থেকে উল্টোপথে এসে বাংলামোটর মোড়ে পৌঁছানোর কিছুটা আগে থামায় ট্রাফিক পুলিশ। এদিন উল্টোপথে আসা পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তার গাড়িও আটকানো হয়। ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মোসলেহউদ্দিন আহমেদ ও উপকমিশনার রিফাত রহমান শামীম এ অভিযানে নেতৃত্ব দেন। পরে যুগ্ম-কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদও সেখানে উপস্থিত হন। জানা যায়, ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ওই ভারপ্রাপ্ত সচিবের গাড়ির চালক বাবুল মিয়ার বিরুদ্ধে মামলার পাশাপাশি গাড়িকে জরিমানা করা হয়। গাড়িটি ঘুরিয়ে সোজা পথ দিয়ে আসারও নির্দেশ দেয় পুলিশ। এ সময় সচিব মাফরুহা সুলতানা গাড়িতে থাকলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। অভিযান শেষে অতিরিক্ত কমিশনার মোসলেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, বিকালে তারা বাংলামোটরে অভিযান শুরু করেন। উল্টোপথে আসায় দুটি গাড়ি ও সাতটি মোটরসাইকেল আটকানো হয়। গাড়ি দুটিকে জরিমানা করার পাশাপাশি একটি মোটরসাইকেল ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। এর আগে রবিবার উল্টোপথে এসে জরিমানা গুনতে হয়েছিল সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ অনেক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে। বিকালে হেয়ার রোডে ট্রাফিক পুলিশের ঘণ্টা দুয়েকের ওই অভিযানে ৫০টির মতো গাড়ি আটকানো হয়, যার বেশির ভাগই ছিল সরকারি কর্মকর্তাদের। হেয়ার রোডে যেসব গাড়ি আটকানো হয় এর মধ্যে মাফরুহা সুলতানার গাড়িটিও ছিল।

সর্বশেষ খবর