মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সংকট সমাধানে উদ্যোগ নেবে চীন

নিজস্ব প্রতিবেদক

সংকট সমাধানে উদ্যোগ নেবে চীন

চীনা রাষ্ট্রদূত মা মিং চিয়াং বলেছেন, রোহিঙ্গা সংকটসমাধানে উদ্যোগ নিতে চায় তার দেশ। গতকাল চীনের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দূতাবাসে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আগামী দুই দিনের মধ্যে চীন থেকে ১৫০ টন জরুরি ত্রাণ সামগ্রী চট্টগ্রামে এসে পৌঁছাবে। মিয়ানমারে সহিংসতার মুখে পালিয়ে আসা শরণার্থীদের প্রতি চীনের সহানুভূতি রয়েছে। আমরা আন্তরিকভাবে আশা করি যত দ্রুত সম্ভব এই বিষয়ের সুরাহা হবে এবং এর অবসানে চীন গঠনমূলক ভূমিকা নিতে আগ্রহী। বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসাও করেন এই রাষ্ট্রদূত।

সর্বশেষ খবর