বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

কূটনৈতিক প্রক্রিয়া সঠিক পথে

—অনুপ কুমার চাকমা

কূটনৈতিক প্রক্রিয়া সঠিক পথে

রোহিঙ্গা ইস্যুতে বর্তমান পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ কূটনৈতিক তৎপরতা শুরু করতে বাধ্য হয়েছে। আমি মনে করি এই তৎপরতা অনেক বেগবান হয়েছে এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিতও পাচ্ছি। এ ছাড়া এই ইস্যুতে বাংলাদেশের চলমান কূটনৈতিক প্রক্রিয়াও সঠিক পথে রয়েছে বলে মন্তব্য করেন মিয়ানমারে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। অনুপ কুমার চাকমা বলেন, ‘গত কয়েক দিনের সংবাদ পড়ে এবং শুনে রোহিঙ্গা ইস্যুতে আমি কিছুটা আশাবাদি হচ্ছি। সমস্যা সমাধানের ক্ষেত্রে আমি ইতিবাচক ইঙ্গিত পাচ্ছি। যেমন অং সাং সু চি তার ভাষণে কফি আনান কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য জাতিসংঘে প্রস্তাব রেখেছেন। দুই নেত্রীর প্রস্তাবের মধ্যে আমি মিল খুঁজে পাচ্ছি।’ সাবেক এই রাষ্ট্রদূত বলেন, ‘অং সাং সু চি ২২ সেপ্টেম্বর কফি আনান কমিশন বাস্তবায়ন কমিটির সঙ্গে আলোচনা করেছেন। সেই সময়ও তিনি কফি আনান কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। একই সময়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, দুজন যুক্তরাষ্ট্রে বৈঠক করেছেন। এই বৈঠকে দুজনই এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগের ওপর গুরুত্ব দিয়েছেন। আগামী বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভা আবার ডাকা হয়েছে। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের বিষয়টি আবারও আলোচিত হবে। আর এ সবই আমাদের জোরালো কূটনৈতিক তৎপরতার ফসল।’ এই কূটনৈতিক প্রক্রিয়াগুলো যাতে দ্রুত শুরু হয় অনুপ কুমার চাকমা সেই আশাবাদ ব্যক্ত করেন। তিনি আশা করে বলেন, ‘এ সমস্যাটি সমাধানের জন্য ঐকমত্যে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্যও আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের সতর্ক থাকতে হবে, যাতে কোনো কারণে বা কোনো স্বার্থান্বেষী মহলের ইন্ধনে এই প্রক্রিয়া কোনোভাবে ব্যাহত না হয়।’ তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের চলমান কূটনৈতিক প্রক্রিয়া সঠিক পথে এগিয়ে যাচ্ছে।’

সর্বশেষ খবর