বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর অনুমতি পেলে মিয়ানমার সফর

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর অনুমতি পেলে মিয়ানমার সফর

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ পেলে তিনি রোহিঙ্গা সংকট সমাধানে অক্টোবরে মিয়ানমার সফর করবেন। মিয়ানমারের সামরিক হেলিকপ্টারের বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন কিংবা সীমান্তে সৈন্য সমাবেশ নিরাপত্তার জন্য হুমকি নয়। গতকাল সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ধৈর্যের সঙ্গে সব কিছু পর্যবেক্ষণ করছি। যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে আমরা বিশ্বাসী। বাংলাদেশ কোনো বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয় না, দেবেও না। এ বিষয়ে মিয়ানমারের অভিযোগ সত্য নয়। আর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যাতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দারা সক্রিয় রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা উল্টো পথে গাড়ি চালান তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমি বিশ্বাস করি, সবাই আইন মেনে গাড়ি চালাবেন। এ ছাড়া উল্টো পথে গাড়ি না চালাতে আমি বারবার অনুরোধ করেছি। এতে ট্রাফিক জটের সৃষ্টি হয়। আমি আবারও অনুরোধ করছি, উল্টো পথে গাড়ি চালাবেন না। আমাদের রাস্তা কম, গাড়ি বেশি। উল্টো পথে গাড়ি চালালে বেশ সমস্যা হয়। তবে এটা রোধ করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সসহ যেসব প্রতিষ্ঠান জরুরি কাজ করে কিংবা জরুরি সার্ভিস দেয়। তাদের বিষয়টি একটু আলাদা করে দেখতে হবে।

সর্বশেষ খবর